ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারদের বিশ্ব রেকর্ড

প্রকাশিত: ১২:১৬, ১০ অক্টোবর ২০১৯

অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারদের বিশ্ব রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ মেয়েদের ওয়ানডে ক্রিকেটে টানা জয়ের নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। সিরিজ নিশ্চিতের পাশাপাশি আগের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সবচেয়ে বেশি টানা জয়ের রেকর্ড ছুঁয়েছিল অসি নারীরা। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯ উইকেটের বড় জয়ে রেকর্ডটা নতুন করে লিখেছে মেগ ল্যানিংয়ের দল। ব্রিসবেনে বুধবার এ্যালিসা হিলির দারুণ এক সেঞ্চুরিতে শ্রীলঙ্কান মেয়েদের করা ১৯৫ রান অস্ট্রেলিয়া পেরিয়ে যায় ৯ উইকেট আর ১৩৯ বল হাতে রেখেই। মেয়েদের ওয়ানডেতে এটি অস্ট্রেলিয়ার টানা ১৮তম জয়। আগের রেকর্ডও ছিল অস্ট্রেলিয়ার দখলে। ১৯৯৭ সালের ডিসেম্বর থেকে ১৯৯৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বেলিন্ডা ক্লার্কের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল জিতেছিল টানা ১৭ ওয়ানডে। ছেলে ও মেয়েদের ওয়ানডে মিলিয়ে সর্বোপরি রেকর্ডটাও অস্ট্রেলিয়ার দখলে। ২০০৩ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত টানা ২১ ওয়ানডে জিতেছিল গ্রেট রিকি পন্টিংয়ের দল। এর মধ্যে সে বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে সব ম্যাচই জিতেছিল তারা। পন্টিংয়ের অস্ট্রেলিয়ার রেকর্ডটা হুমকিতে ফেলে দিয়েছেন মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। ল্যানিংয়ের এই দলটি গত দুই বছরে ৫০ ওভারের ক্রিকেটে কোন ম্যাচ হারেনি। ‘এমন একটি দলকে নেতৃত্ব দিতে পারা সত্যি গর্বের। আমার এই দলের সবাই ইতিহাসের অংশ। গত দুই বছর আমরা প্রতিনিয়ত প্রতিপক্ষকে ডমিনেট করেছি। এটা দৃঢ় মনোবল আর কঠোর পরিশ্রমেরই ফসল’ বলেন অধিনায়ক ল্যানিং।
×