ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেছে নেয়া হয়েছে বোর্নিও দ্বীপের ইস্ট কালিমান্তানকে

ডুবন্ত জাকার্তা থেকে সরছে ইন্দোনেশিয়ার রাজধানী

প্রকাশিত: ০৯:০৫, ২৮ আগস্ট ২০১৯

ডুবন্ত জাকার্তা থেকে সরছে ইন্দোনেশিয়ার রাজধানী

বোর্নিও দ্বীপে পূর্ব প্রান্তের একটি স্থানকে দেশের রাজধানী হিসেবে বেছে নিয়েছে ইন্দোনেশিয়া। জায়গাটি হলো বোর্নিও দ্বীপের ইস্ট কালিমান্তান। প্রেসিডেন্ট জোকো উইদোদো সোমবার একথা জানিয়েছেন। তবে নতুন রাজধানীর নাম এখনও নাম চূড়ান্ত হয়নি। জনাকীর্ণ, দূষিত এবং ধীরে ধীরে সাগরে তলিয়ে যাওয়া রাজধানী জাকার্তাবাসীকে মুক্তি দিতেই ইন্দোনেশিয়া রাজধানী পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছে। গার্ডিয়ান। প্রায় অর্ধেক জাকার্তার বর্তমান অবস্থান সমুদ্রপৃষ্ঠের নিচে। সেখানে বাস করা এক কোটির বেশি মানুষের বেশির ভাগই এখন জলাভূমিতে বাস করছেন। নগরীর কিছু কিছু এলাকা বছরে ২৫ সেন্টিমিটারের বেশি তলিয়ে যাচ্ছে। দুটি অপেক্ষাকৃত অনুন্নত অঞ্চল কুতাই কেরতানেগারা জেলার কিছু অংশ ও পেনাজাম পাসের উতারা জেলার কিছু অংশ মিলে নতুন রাজধানী গড়ে তোলা হবে। টেলিভিশনে এক ভাষণে প্রেসিডেন্ট উইদোদো বলেন, ‘নতুন রাজধানী যেখানে গড়ে তোলা হবে সেটি কৌশলগত দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল। অঞ্চলটি একই সঙ্গে ইন্দোনেশিয়ার কেন্দ্রে এবং শহরাঞ্চলের কাছে।’ ‘জাকার্তায় বর্তমানে কেন্দ্র সরকার পরিচালনা, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি এবং বিভিন্ন সেবা পরিচালনার ভার রীতিমতো বোঝায় পরিণত হয়েছে।’ নতুন রাজধানী যেখানে বানানোর পরিকল্পনা করা হয়েছে সেখানে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কম বলেও জানান তিনি। রাজধানী পরিবর্তনের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইন্দোনেশিয়া সরকারকে ৪৬৬ ট্রিলিয়ন রুপিয়াহ (৩৩ বিলিয়ন মার্কিন ডলার) খরচ করতে হবে। যদিও জাকার্তায় এক ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণেই বছরে ১শ’ ট্রিলিয়ন রুপিয়াহ খরচ হয়ে যায়। নতুন পরিকল্পনায় নাগরিক সুবিধা দিতে ব্যাপক আকারে অবকাঠামোগত উন্নয়ন করতে হবে।
×