ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেই আয়াক্সেও করুণ দশা

প্রকাশিত: ১২:২০, ২২ আগস্ট ২০১৯

সেই আয়াক্সেও করুণ দশা

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়ন্স লীগের গত মৌসুমে রীতিমতো চমক দেখিয়েছিল ডাচ ক্লাব আয়াক্স। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো পরাশক্তিদের বিদায় করে তারা সেমিফাইনালে খেলেছিল। অথচ এবার চ্যাম্পিয়ন্স লীগের মূলপর্বে খেলা হবে কিনা সেটা নিয়েই সংশয়! কেননা আয়াক্সকে খেলতে হচ্ছে প্লে-অফ। তাতে প্রথম লেগের ম্যাচে সাইপ্রাসের ক্লাব এ্যাপোয়েল নিকোশিয়ার মাঠে গোলশূন্য ড্র করে ফিরেছে ডাচ ক্লাব। অবশ্য ফিরতি লেগ আয়াক্স খেলবে নিজেদের মাঠ আমস্টারডামের ইয়োহান ক্রুইফ এ্যারানায়। ফ্রেঙ্কি ডি জং, মাথিজ ডি লিটের মতো তারকাদের এবার দলে ধরে রাখতে পারেনি আয়াক্স। এর প্রভাব ভালমতোই টের পাচ্ছে এরিক টেন হাগের দল। ম্যাচের পুরোটা সময় আধিপত্য নিয়ে খেললেও নিকোশিয়ার জাল খুঁজে পায়নি আয়াক্স। উল্টো ৮০ মিনিটে লালকার্ডের কারণে ডিফেন্ডার নওশের মাজরাওয়িকে হারিয়ে দশজনের দলে পরিণত হয়। অথচ গত মৌসুমে ডি জং, ডি লিটের নৈপুণ্যে নিজেদের সোনালি অতীত স্মরণ করিয়ে দিয়েছিল আয়াক্স কিন্তু নতুন মৌসুম শুরুর আগে ডি জংকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সিলোনা। আর ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে নাম লিখিয়েছেন ডি লিট।
×