ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজ কাপূরের তৈরি আরকে স্টুডিও ভেঙ্গে হবে মাল্টিপ্লেক্স

প্রকাশিত: ০২:০২, ৯ আগস্ট ২০১৯

রাজ কাপূরের তৈরি আরকে স্টুডিও ভেঙ্গে হবে মাল্টিপ্লেক্স

অনলাইন ডেস্ক ॥ ‘রোল, ক্যামেরা, অ্যাকশন’— একসময় স্টুডিয়োর ঘরে ঘরে প্রতিধ্বনি হত এই তিনটি শব্দের। হাজার আলোর ঝলকানি, তারকাদের ভিড়, সব মিলিয়ে সে এক এলাহি আয়োজন। কিন্তু এ বার সেখানে হবে এক মাল্টিপ্লেক্স। কথা হচ্ছে বলিউডের ‘শো ম্যান’ রাজ কপূরের তৈরি আরকে স্টুডিওর। গত বছর সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করতে পারায় এক রিয়েল এস্টেট সংস্থার কাছে স্টুডিওটি বিক্রি করে দেয় কপূর পরিবার। এ বার পাকাপাকি ভাবে গুঁড়িয়ে দেওয়া হবে রাজ কাপূরের স্মৃতি মাখা সেই সাধের সৌধটি। ২০১৭-য় আচমকাই আগুন লেগে যায় এই স্টুডিওতে। পুড়ে যায় বেশ খানিকটা অংশ। বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নেয় কাপূর খানদান। ১৯৪৮-এ রাজ কাপূর মুম্বাইয়ের চেম্বুরে তৈরি করেন এই স্টুডিও। ‘মেরা নাম জোকার’, ‘সত্যম শিবম সুন্দরম’,‘ববি’-র মতো আইকনিক ছবির শুটিং হয়েছে এই জায়গায়। শুধু কি শুটিং? গণেশ চতুর্থী, হোলির মতো উৎসবও ধুমধামের সঙ্গে পালিত হয়েছে এখানে। ১৯৯৯-তে ঋষি কপূরের ‘আ অব লট চলে’ সিনেমার পর আর কোনও সিনেমার শুটিং হয়নি এখানে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×