ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে হামলায় নিহত ১০

প্রকাশিত: ০৮:৪০, ৩১ জুলাই ২০১৯

ইয়েমেনে হামলায় নিহত ১০

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে একটি বাজারে চালানো হামলায় শিশুসহ অন্তত ১০ বেসামরিক নিহত হয়েছেন। সোমবারের এ হামলার জন্য ইয়েমেনের যুদ্ধরত পক্ষগুলো একে অপরকে দায়ী করেছে। স্থানীয় আল জমহুরি হাসপাতালের ব্যবস্থাপক জানান, কাতাবির জেলার ওই বাজারে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর হামলায় ১৩ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন। পরে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে বলে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশন জানায়। অপরদিকে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার এল ইরাইয়ানি এক টুইটে জানান, ওই বাজারে কাতিউশা রকেট নিক্ষেপ করেছে হুতিরা। এতে ১০ বেসামরিক নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এক বিবৃতিতে সৌদি জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালকি বলেছেন, ‘আল থাবেত বাজারে হামলাটি হুতিরা চালিয়েছে। ইয়েমেনি ও আল থাবেত নৃগোষ্ঠীর বিরুদ্ধে চালানো সন্ত্রাসী হামলা এটি।’ আল থাবেত নৃগোষ্ঠী হুতিদের বিরোধী বলে দাবি করেছেন তিনি। -ওয়েবসাইট
×