ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাইপার-সাব

প্রকাশিত: ০৯:০২, ১৯ জুলাই ২০১৯

 হাইপার-সাব

পানির ওপর দিয়ে দ্রুত চলার পাশাপাশি যাত্রী নিয়ে ডুবও দিতে পারে ‘হাইপার-সাব’। এইচএসপির তৈরি ৪৫ ফুটের স্পিডবোটটি পানির এক হাজার ২০০ ফুট গভীরে যেতে পারে। চাইলে সাবমেরিনের আদলে পানির নিচ দিয়ে পথও পাড়ি দিতে পারে। এতে রয়েছে ওয়াইফাই ও সেন্সর প্রযুক্তি। সূত্র : ডেইলি মেইল
×