ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারি বর্ষণ ॥ পুনেতে দেয়াল ধসে ১৫ জনের মৃত্যু

প্রকাশিত: ০৯:৪৮, ৩০ জুন ২০১৯

 ভারি বর্ষণ ॥ পুনেতে  দেয়াল ধসে  ১৫ জনের মৃত্যু

ভারতের পুনেতে একটি এ্যাপার্টমেন্ট ভবনের পাশের দেয়াল ধসে পড়ে চার শিশু ও এক নারীসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ভারী বৃষ্টিপাতের পর শনিবার পুনের কোন্ধোয়া এলাকায় এ দেয়াল ধসের ঘটনা ঘটে। আহতদের কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনডিটিভি। এ্যাপার্টমেন্ট ভবনের সীমানা দেয়ালটির লাগোয়া নিচের দিকে বেশ কয়েকটি টিনশেডের ঘর ছিল। বৃষ্টিতে মাটি আলগা হয়ে যাওয়ার পর দেয়ালের একাংশ ধসে গিয়ে ওই খুপড়ি ঘরগুলোর ওপর পড়লে হতাহতের ঘটনা ঘটে। কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রাত ১টা ৪৫ মিনিটের দিকে দেয়ালটি ধসে পড়ার পরপরই দেশটির দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) ও দমকল বিভাগের উদ্ধারকর্মীরা ছুটে আসেন। ‘আমাদের দল এ ঘটনার কারণ অনুসন্ধান করছে। যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ঠিকঠাক অনুমোদন নেয়া হয়েছিল কিনা, নিরাপত্তা সতর্কতা অনুসরণ করা হচ্ছিল কিনা তা আমরা খতিয়ে দেখবো,’ বলেছেন পুনের পুলিশপ্রধান কে ভেঙ্কটেশাম। দমকল বাহিনী, পুলিশ ও এনডিআরএফ যৌথভাবে দেয়াল ধসের ঘটনার তদন্ত করছে। ‘কাছাকাছি একটি প্লটে নির্মাণ কাজ চলছিল।
×