ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রুশ সীমান্তে ন্যাটোর নৌ-মহড়া

প্রকাশিত: ০৮:৪১, ১৭ জুন ২০১৯

 রুশ সীমান্তে  ন্যাটোর  নৌ-মহড়া

রাশিয়ার কথিত হুমকি মোকাবেলার নামে যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্ররা রুশ সীমান্তে নৌ-মহড়া শুরু করেছে। বাল্টিক সাগরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ১৮টি দেশের হাজার হাজার সেনা এবং ৫০টি যুদ্ধজাহাজ এ মহড়ায় অংশ নেয়। গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্র যে সামরিক মহড়া চালিয়ে আসছে এই মহড়া মূলত তারই অংশ। ওয়েবসাইট। গত বুধবার এ মহড়া শুরু হয়েছে এবং ২১ জুন শেষ হবে। গত চার দশকের মধ্যে এই প্রথম মার্কিন দ্বিতীয় নৌবহর এমন মহড়ায় নেতৃত্ব দিচ্ছে। এ বহর স্নায়ুযুদ্ধের সময় উত্তর আটলান্টিক মহাসাগরে বেশ কয়েকটি মহড়া চালিয়ে পরিচিত হয়ে ওঠে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০১১ সালে দ্বিতীয় নৌবহর ভেঙ্গে দেয়া হয়। তিনি সে সময় বলেছিলেন যে, রাশিয়া থেকে হুমকি না থাকায় এ বহরের প্রয়োজন নেই। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ হুমকির কথা বলে ২০১৮ সালে ওই বহর পুনরুজ্জীবিত করেন। এদিকে, রাশিয়াও বসে ন্যাটোর মহড়া দেখছে না বরং দেশটির নিজে সীমান্তে সামরিক মহড়া শুরু করেছে।
×