ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় পোশাক কর্মীকে গণধর্ষণ

প্রকাশিত: ০৯:১৮, ৮ জুন ২০১৯

 নেত্রকোনায় পোশাক কর্মীকে গণধর্ষণ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৭ জুন ॥ জেলার কেন্দুয়া উপজেলার একটি ইটখলায় এক পোশাক কর্মী গণধর্ষণের শিকার হয়েছে। ঈদ-উল-ফিতরের পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ধর্ষিতা নারীর বাড়ি ওই উপজেলার মাসকা গ্রামে। তবে ধর্ষকদের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে ধর্ষিতা নিজেই বাদী হয়ে শুক্রবার কেন্দুয়া থানায় মামলা দায়ের করেছেন। জানা গেছে, গণধর্ষণের শিকার ওই নারী গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। সেখান চাকরির সুবাদে সুমন নামে এক বিবাহিত যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে স্থানীয় এক মৌলভীর মাধ্যমে কলেমা পাঠ করে তাদের বিয়ে হয়। কিন্তু সুমনের প্রকৃত ঠিকানা জানেন না ওই নারী। তিনি শুধু জানেন সুমনের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায়। ঈদ-উল-ফিতর উপলক্ষে কয়েকদিন আগে ওই নারী তার নিজ বাড়িতে আসেন। ঈদের পরদিন সুমন তাকে মোটরসাইকেলে নিয়ে ঘুরতে বের হয়। কেন্দুয়া-নেত্রকোনা সড়কের পাশে অবস্থিত শাপলা ইটখলার কাছে গিয়ে সুমন মোটরবাইক নষ্ট হয়ে গেছে বলে বাইক থামিয়ে দেয়। এরপর অপরিচিত তিন যুবক এসে ওই নারীকে জোর করে ইটখলায় নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর সুমনসহ প্রত্যেকে পালিয়ে যায়। এতে প্রতীয়মান হয়, কথিত স্বামী সুমনের সহযোগিতাতেই ওই নারী ধর্ষণের শিকার হয়েছে।
×