ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদার মুক্তির দাবিতে মহিলা দলের মানববন্ধন-মিছিল

প্রকাশিত: ০৭:৩৭, ২৫ মে ২০১৯

খালেদার মুক্তির দাবিতে মহিলা দলের মানববন্ধন-মিছিল

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন ও মিছিল করেছে মহিলা দল। শনিবার সকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও মিছিল করে তারা। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানববন্ধনে রুহুল কবির রিজভী বলেন, সরকারের বাধার কারণে খালেদা জিয়ার মুক্তি মিলছে না। আমরা তাঁর অবনতিশীল শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন। তাই বারবার তাঁর সুচিকিৎসা ও মুক্তির দাবি জানালেও সরকার সেই দাবিকে অগ্রাহ্য করছে। আমরা অবিলম্বে তাঁর মুক্তি চাই। খালেদা জিয়া বিনা চিকিৎসায় মারা যাবেন না বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাাদকের দেয়া বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, আসলেই আওয়ামী লীঘ সরকারের ওপরই নির্ভর করছে খালেদা জিয়ার জীবন-মরণ। তাই তারা খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও বিদ্রুপ করছেন। মানববন্ধন ও মিছিলে আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নুরজাহান ইয়াসমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, মানব উন্নয়ন বিষয়ক সম্পাাদক ফারহানা ইয়াসমিন আতিকা প্রমুখ।
×