ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন রেস্তরাঁকে জরিমানা

প্রকাশিত: ০৯:২৬, ২৪ মে ২০১৯

  তিন রেস্তরাঁকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ পচাবাসি খাবার রাখাসহ ভেজাল দেয়া ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে রাজধানীর ধানমন্ডির অভিজাত তিন রেস্তরাঁকে সোয়া ২ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে এসব প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন। তার সঙ্গে ছিলেন ডিবি ও ক্রাইম বিভাগের পুলিশ সদস্যরা। ডিএমপি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, পচাবাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে মোহাম্মদপুর কৃষি মার্কেটের কাছে নাহার হোটেল এ্যান্ড রেস্টুরেন্টকে ১ লাখ টাকা, ধানম-ির ক্রিমসনকাপ কফি হাউসকে ১ লাখ টাকা ও একই এলাকার হাক্কা ঢাকা রেস্তরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
×