ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বোমাভর্তি ড্রোন ভূপাতিত করেছে সিরিয়া

প্রকাশিত: ২৩:১৬, ২৩ মে ২০১৯

বোমাভর্তি ড্রোন ভূপাতিত করেছে সিরিয়া

অনলাইন ডেস্ক ॥ সিরিয়ার হামা প্রদেশের বিমানবন্দরের কাছে দেশটির সেনারা বোমাভর্তি একটি ড্রোন ভূপাতিত করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল গতকাল সন্ধায় এ খবর দিয়েছে। উগ্র তাকফিরি সন্ত্রাসীরা ড্রোনটি পরিচালনা করছিল। সিরিয় টিভির খবরে বলা হয়েছে, আন-নুসরা ফ্রন্টের সন্ত্রাসীরা ড্রোন পাঠিয়েছিল তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানায় নি টিভি চ্যানেলটি। এর আগেও সিরিয়া বেশ কয়েকবার সন্ত্রাসীদের ড্রোন ও রকেট হামলা প্রতিহত করেছে। অবশ্য এ কাজে রুশ সেনা ও তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সহযোগিতা নিয়েছে সিরিয় সেনারা। চলতি মাসের প্রথম দিকে রাশিয়ার সেনারা জানিয়েছিল, এপ্রিল মাসে তারা সন্ত্রাসীদের ১২ দফা ড্রোন হামলা প্রতিহত করেছে। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তৎপর সন্ত্রাসীরা এসব হামলা চালায়। লাতাকিয়ায় রুশ বিমানঘাঁটি হেমেইমিম ও সিরিয় সেনাদের অবস্থান লক্ষ্য করে সন্ত্রাসীরা ড্রোন হামলা চালিয়ে আসছে। গত বছর রাশিয়া সতর্ক করে বলেছিল, সন্ত্রাসীরা উন্নত প্রযুক্তির ড্রোন হাতে পেয়েছে। এ ধরনের উন্নত প্রযুক্তির ড্রোন ইহুদিবাদী ইসরাইল ও পশ্চিমা কয়েকটি দেশের কাছে আছে।
×