ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বর্ণের বার আত্মসাত করায় যশোরে তিন পুলিশ আটক

প্রকাশিত: ১১:৩৩, ২২ মে ২০১৯

স্বর্ণের বার আত্মসাত করায় যশোরে তিন পুলিশ আটক

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তিন পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। চোরাচালানিদের কাছ থেকে ৮টি স্বর্ণের বার ছিনতাই করে আত্মসাত করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। শার্শা থানার এসআই আবুল হাসান এ ঘটনায় ছিনতাইয়ের মামলা দায়ের করেছেন। আটককৃতরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার বরশুর (হাইস্কুল পাড়া) এলাকার আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এএসআই তবিবর রহমান, মাগুরার শ্রীপুর থানার সরইনগর গ্রামর মৃত রঘুনাথ মৈত্রের ছেলে, তদন্ত কেন্দ্রে কর্মরত এএসআই রঞ্জন কুমার মৈত্র এবং মাগুরা সদর উপজেলার নাউখালী গ্রামের সুবার সরকারের ছেলে, তদন্ত কেন্দ্রে কর্মরত কনস্টেবেল (কং ১৪৩৫) তুষার সরকার (২৮)। এ ঘটনায় এসআই আবুল হাসান ছিনতাইয়ের মামলা করেন। শার্শা থানার পুলিশ মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠিয়েছে।
×