ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিয়াজ রনির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বেহুলা’ মুক্তি পাচ্ছে আজ

প্রকাশিত: ০৮:৪৬, ১৯ মে ২০১৯

 রিয়াজ রনির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বেহুলা’  মুক্তি পাচ্ছে আজ

স্টাফ রিপোর্টার ॥ মেধাবী নির্মাতা রিয়াজ রনি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বেহুলা’ মুক্তি পাচ্ছে আজ। ১০ বছর অবরুদ্ধের পর অবশেষে আজ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা রিয়াজ রনি। চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রিফাত চৌধুরী, কবি আসলাম সানী, হাসনা হেনা, আব্দুল মালেক, ইব্রাহীম, তাহমিনা জাফর প্রমুখ। সহকারী পরিচালক মাকসুদ ও সাগর। চিত্রগ্রহণ আনোয়ার হোসেন, সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ, সম্পাদনা হারুন-অর-রশিদ ও কামাল পাশা। কারিগরি সহায়তায় পার্স্পেক্টিভ ভিউমোশন, গ্রাফিক্স আবুল হাসান শিমুল। মূলধারার স্বল্পদৈর্ঘ্য ‘বেহুলা’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে আজ। পাশাপাশি আজ আফরাজ কমিউনিকেশনসের ইউটিউবভিত্তিক চ্যানেল এটিউব গ্লোবাল এরও যাত্রা শুরু হচ্ছে। এই চ্যানেলেই চলচ্চিত্রটি অবমুক্ত করা হবে। চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা রিয়াজ রনি বলেন, ‘বেহুলা’ মূলত সমাজ ও ধর্মীয় নিয়মের শেকলে অবরুদ্ধ মানবতার চলচ্চিত্র। অফুরান কৃতজ্ঞতা অনুল্লেখ্য অনেকের প্রতি। যারা ভাল গল্পের চলচ্চিত্র হচ্ছে না বলে সিনেমা হলে যাওয়া ছেড়েছেন, তাদের জন্য এই চলচ্চিত্র। হলের পরিবেশ না থাকলে ঘরের ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব কিংবা স্মার্ট মোবাইল, যে কোন মাধ্যমে ইন্টারনেট চালু করেই দেখতে পাবেন ‘বেহুলা’। অর্থাৎ সিনেমা যাবে আপনার বাড়ি! তবু সিনেমা দেখা ছাড়বেন না প্লিজ। ফেসবুকের বন্ধুদের ইতোমধ্যে টিজারটি দেয়া হয়েছে।
×