ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১১ কোটি ৭ লাখ ডলারের তৈলচিত্র

প্রকাশিত: ০৮:৩৬, ১৬ মে ২০১৯

 ১১ কোটি ৭ লাখ ডলারের তৈলচিত্র

প্রখ্যাত ফরাসী চিত্রশিল্পী ক্লাউড মনেটের একটি তৈলচিত্র রেকর্ড ১১ কোটি ৭ লাখ ডলারে বিক্রি হয়েছে। ক্লাউড মনেট ১৮৯০ এর দশকে ফ্রান্সের নরমান্ডি অঞ্চলে থাকার সময় এই সিরিজের একাধিক তৈলচিত্র আঁকেন। এই প্রথম এ ধরনের চিত্র ১০ কোটি ডলারের ওপর দাম উঠল। ১৯৮৬ সালে চিত্রকর্মটির সর্বশেষ নিলামের সময় এটির ২৫ লাখ ডলার দাম উঠেছিল। নিউইয়র্কের প্রখ্যাত সোথবে নিলাম হাউস সম্প্রতি এটিকে নিলামে তোলে। মনেটের এই সিরিজের মোট ২৫টি তৈলচিত্র রয়েছে। তবে সোথবে কর্তৃপক্ষ এটির প্রকৃত ক্রেতার নাম প্রকাশ করেনি। বিবিসি
×