ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাট্যতীর্থের ‘শতরজনীর নাট্যমেলার’ সমাপনী

প্রকাশিত: ১২:২৬, ৭ মে ২০১৯

 নাট্যতীর্থের ‘শতরজনীর নাট্যমেলার’ সমাপনী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের অন্যতম নাট্য সংগঠন নাট্যতীর্থের উদ্যোগে ‘শতকে বিদ্যমান সহস্রের আহ্বান’ সেøাগানে ‘শতরজনীর নাট্যমেলা’ রবিবার শেষ হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত পাঁচদিনব্যাপী এই নাট্যমেলার সমাপনী দিন ছিল বিশেষ আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে বাংলাদেশের শততম মঞ্চায়ন হওয়া নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হতে শততম মঞ্চায়ন পর্যন্ত অংশ নিয়েছেন এমন নাট্যকর্মীদের মধ্য থেকে ১০ জনকে নাট্যতীর্থের ‘শতরজনী সম্মাননা’ দেয়া হয়। মনোনীতদের হাতে সম্মাননা তুলে দেন মঞ্চসারথী আতাউর রহমান। সব শেষে ছিল নাট্যতীর্থের ‘দ্বীপ’ নাটকের শততম মঞ্চায়ন। এবারে নাট্যতীর্থের এ বিশেষ সম্মাননা পেয়েছেন থিয়েটারের মারুফ কবীর নাটক ‘মেরাজ ফকিরের মা’, ঢাকা থিয়েটারের শতদল বড়ুয়া নাটক ‘কীত্তনখোলা’, নাট্যকেন্দ্রের ইকবাল বাবু নাটক ‘বিচ্ছু’, ঢাকা পদাতিকের দেবাশীষ ঘোষ নাটক ‘এই দেশে এই বেশে’, নাগরিক নাট্য সম্প্রদায়ের মোঃ ফকরুজ্জামান চৌধুরী নাটক ‘রক্তকরবী’, নাট্যচক্রের তুলিকা চৌধুরী, নাটক ‘ভদ্দরনোক’, শূন্যনের মোমেনা চৌধুরী নাটক ‘লাল জমিন’, নাগরিক নাট্যাঙ্গন বাংলাদেশের হৃদি হক, নাটক ‘প্রাগৈতিহাসিক’, মহাকাল নাট্য সম্প্রদায়ের পলি বিশ্বাস নাটক ‘শিখ-ী কথা’ এবং লোক নাট্যদলের খাদিজা মোস্তারী মাহিন নাটক ‘মুজিব মানে মুক্তি’। এছাড়া শনিবার বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ‘বাংলাদেশের শতরজনী অতিক্রান্ত মঞ্চনাটক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাট্যকার মাহফুজা হিলালী। সেমিনারে দেশের শীর্ষস্থানীয় নাট্যজন ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। নাট্যদেলার প্রথম দিন বুধবার প্রাচ্যনাটের ‘সার্কাস সার্কাস’, দ্বিতীয় দিন বৃহস্পতিবার চট্টগ্রামের নান্দিকার ‘জ্ঞান বৃক্ষের ফল’, তৃতীয় দিন শুক্রবার নাট্যতীর্থের ‘কমলা সুন্দরী’, শনিবার কক্সবাজার থিয়েটারে ‘টু ইডিয়েটস’ এবং রবিবার নাট্যতীর্থের ‘দ্বীপ’ নাটকের শততম মঞ্চায়ন হয়। নাট্যমেলার উদ্বোধনী নাট্যতীর্থের সুহৃদ বন্ধুদের বিশেষ সম্মাননা দেয়া হয়। এরা হলেন শহিদুল আলম সাচ্চু, এনায়েত মাওলা জিন্নাহ, কামাল উদ্দীন কবির, বৃন্দাবন দাস ও কাজী শিলা সুলতানা। ‘শতরজনীর নাট্যমেলা’য় পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অপটিমাম।
×