ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বীরকন্যা প্রীতিলতাকে নিয়ে মাহবুবুল খালিদের গান

প্রকাশিত: ০৮:১৫, ৬ মে ২০১৯

  বীরকন্যা প্রীতিলতাকে নিয়ে মাহবুবুল  খালিদের গান

স্টাফ রিপোর্টার ॥ প্রীতিলতা ওয়াদ্দেদার। বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী। ১৯১১ সালের ৫ মে তিনি চট্টগ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পরিচালিত সশস্ত্র সংগ্রামে আত্মোৎসর্গকারী প্রথম নারী ছিলেন প্রীতিলতা। প্রীতিলতার আত্মবলিদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান লিখেছেন এ প্রজন্মের কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। ‘প্রীতিলতা’ শিরোনামের গানটির সুরারোপ ও সঙ্গীতায়োজন করেছেন প্রয়াত সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। সমবেত কণ্ঠের গানটি গেয়েছেন টিনা মোস্তারি, স্মরণ এবং রাফসান। গানটি মাহবুবুল এ খালিদের সঙ্গীতবিষয়ক ওয়েবসাইট ‘খালিদসঙ্গীত ডটকম’-এ প্রকাশ হয়েছে। গানটি প্রসঙ্গে গীতিকার মাহবুবুল এ খালিদ বলেন, বৃটিশ শাসনের অবসানকল্পে প্রীতিলতা ওয়াদ্দেদারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি সূর্যসেনের নেতৃত্বাধীন বিপ্লবী দলের প্রথম মহিলা সদস্য হিসেবে যুক্ত হন এবং স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন। ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ সফল করে প্রীতিলতা সামরিক কায়দায় তার বাহিনীকে ফিরে যাওয়ার নির্দেশ দেন। এই সময়ে তিনি গুলিবিদ্ধ হলে তাৎক্ষণিকভাবে পটাশিয়াম সায়ানাইড খেয়ে মৃত্যুবরণ করেন। তার আত্মদান বিপ্লবীদের সশস্ত্র সংগ্রামে আরও উজ্জীবিত করে তোলে। তার আত্মত্যাগের আদর্শ বহু বিপ্লবীর জন্ম দিয়েছে। যার ফলে ১৯৪৫ সালে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। মাতৃভূমির স্বাধীনতার জন্য প্রীতিলতার এই আত্মদানকে স্মরণ করতেই গানটি লেখা হয়েছে। আশা করছি ‘প্রীতিলতা’ গানটি শ্রোতাদের মন জয় করবে।
×