ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরে বাসের চাপায় আদিবাসী কৃষক নিহত

প্রকাশিত: ১২:০১, ২৪ এপ্রিল ২০১৯

নাটোরে বাসের চাপায় আদিবাসী কৃষক নিহত

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৩ এপ্রিল ॥ বনপাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় শ্রীপদ বিশ্বাস(৫৫) নামে এক আদিবাসী কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও দুইজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রীপদ বিশ্বাস উপজেলার কালিকাপুর গুচ্ছগ্রামের সন্তা বিশ্বাসের ছেলে। আহতরা হলেন, মালিপাড়া এলাকার ওহাব মজুমদারের ছেলে আওয়াল মজুমদার (৪৫) এবং গুনাইহাটি এলাকার মৃত খতিব মুন্সির ছেলে ভ্যানচালক জালাল মুন্সি (৩৮)। বনপাড়া পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালের দিকে শ্রীপদ বিশ্বাসসহ কয়েকজন ভ্যানযোগে বনপাড়া বাজারে আসছিল। এসময় রাজশাহী থেকে পাবনাগামী চ্যালেঞ্জার পরিবহনের যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে তিনজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেয়ার পর শ্রীপদ বিশ্বাস নামে এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়। আহত দুজনকে স্থানীয় পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় যাত্রীবাহী বাসটিকে গড়মাটি এলাকা থেকে জব্দ করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ। দিনাজপুরে আরোহী স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, কাশিপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বাবু চন্দ্র রায় (৬৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে দিনাজপুর-বগুড়া মহাসড়কের কাশিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাবু চন্দ্র রায় সদর উপজেলার শশরা হিন্দুপাড়া এলাকার মৃত পোহালু চন্দ্র রায়ের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ি থেকে সাইকেলে করে দিনাজপুর শহরের যাওয়ার পথে পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে বাবু চন্দ্র রায় সাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাইবান্ধায় আহত যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্বকোমরনই বাঁধের মাথা এলাকায় অটোবাইকের ধাক্কায় মকসুদ মিয়া (২৪) নামে এক যুবক গুরুতর হয়ে মঙ্গলবার ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে ওই ইউনিয়নের পূর্বকোমরনই মিয়াপাড়া গ্রামের জহুরুল হকের ছেলে। জানা গেছে, সোমবার দুপুরে বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে আসার সময় পূর্বকোমরনই বাঁধের মাথা এলাকায় আসলে একটি অটোবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করায়।
×