ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘এ এক ভয়ঙ্কর অভিজ্ঞতা’

প্রকাশিত: ১০:০৮, ২৩ এপ্রিল ২০১৯

‘এ এক ভয়ঙ্কর অভিজ্ঞতা’

দীর্ঘ ২৬ বছরের গৃহযুদ্ধ অবসানের পর ধীরে ধীরে শান্তি ফিরেছিল শ্রীলঙ্কায়। কিন্তু ইস্টার সানডের দিন তিনটি গির্জা ও চারটি অভিজাত হোটেলে একযোগে বোমা হামলায় আবারও রক্তাক্ত দেশটি। শ্রীলঙ্কায় বেড়ে ওঠা ৪৮ বছরের চিকিৎসক জুলিয়ান ইমানুয়েল বর্তমানে স্ত্রী-সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে বাস করেন। স্বজনদের সঙ্গে দেখা করতে এ সপ্তাহেই তারা কলম্বোয় যান, ওঠেন ‘সিনামন গ্র্যান্ড হোটেলে’; যেখানে রবিবার বোমা হামলা হয়েছে। ইমানুয়েল বলেন, বিকট বিস্ফোরণের সময় আমরা শয়নকক্ষেই ছিলাম। বিস্ফোরণের ধাক্কায় আমাদের কক্ষ কেঁপে উঠেছিল, খুব সম্ভবত তখন সকাল সাড়ে ৮টা বাজে। আমাদের হোটেলের লাউঞ্জে আনা হয় এবং পেছন দিক দিয়ে পালিয়ে যেতে বলা হয়। সেখানে আমরা কয়েকজন হতাহতকে দেখতে পাই, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। নিজের স্ত্রী-সন্তানদের দুরবস্থা নিয়ে দারুণ উদ্বিগ্ন এই চিকিৎসক আরও বলেন, আমি জীবনের প্রথম ১৮ বছর শ্রীলঙ্কায় কাটিয়েছি। ওই সময়ে আমি গৃহযুদ্ধ ও দাঙ্গা-হাঙ্গামা দেখেছি। কিন্তু আমার সন্তানরা; তাদের বয়স মাত্র ১১ ও সাত। তারা কখনও যুদ্ধ দেখেনি, এমনকি আমার স্ত্রীও না। তাদের জন্য এ এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। ‘এটা সত্যিই খুব দুঃখের। আমি ভেবেছিলাম শ্রীলঙ্কা এ সব লড়াই-সংঘাত পেছনে ফেলে এসেছে। কিন্তু এখন দুঃখ হলো, তা আবার ফিরে এসেছে।’ কলম্বোর বাসিন্দা উসমান আলি তার বাড়ির কাছের গির্জা থেকে লোকজনকে দৌড়ে বেরিয়ে যেতে দেখে বুঝেছিলেন কিছু একটা গুরুতর ঘটনা ঘটেছে। তার বাড়ির সামনের সড়কে অনেক এ্যাম্বুলেন্স ভিড় করতে দেখে কারণ জানতে তিনি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করেন। সেখানে হামলার রক্তাক্ত ছবি ও ভিডিও দেখতে পান। সেখান আহতদের জন্য রক্ত দেয়ার আবেদন করা হয়। তা দেখে তিনি ন্যাশনাল ব্লাড সেন্টারে যান। যেখানে প্রচুর মানুষ ভিড় করেছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডন বিজনেস স্কুলের অধ্যাপক কিরণ আরাসারত্মম কয়েক দিন আগে শ্রীলঙ্কায় যান। ওঠেন শাংরি-লা হোটেলে। যেটির তৃতীয় তলার রেস্তরাঁয় বোমা বিস্ফোরণ হয়েছে। শরণার্থী হিসেবে ৩০ বছর আগে শ্রীলঙ্কা থেকে যুক্তরাজ্য যান কিরণ। একটি সামাজিক উদ্যোগের উদ্বোধন করতে তিনি কলম্বোয় গিয়েছিলেন। যখন শাংরি লা হোটেলের রেস্তরাঁয় বিস্ফোরণ হয় তখন তিনি নিজের কক্ষে ছিলেন। তিনি বলেন, এত জোরে শব্দ হয়েছিল যে আমি বজ্রপাত ভেবেছিলাম। সবাই আতঙ্কে ছুটোছুটি শুরু করে। আমি ডানের একটি কক্ষের দিকে তাকাই, সেখানে সব জায়গায় রক্ত দেখতে পেয়েছি। সবাই দৌড়াতে শুরু করে, বেশিরভাগ মানুষ বুঝতেই পারেনি আসলে কি হয়েছে। আমি লোকজনের শার্টে রক্ত দেখতে পাই, একজন একটি ছোট মেয়েকে এ্যাম্বুলেন্সে তুলছিলেন। দেয়াল ও মেঝে রক্তে ভেসে যাচ্ছিল। সকালের নাস্তা খেতে যেতে তার সামান্য দেরি হয়েছিল বলে প্রাণে বেঁচে গেছেন, বলেন ৪১ বছরের এই অধ্যাপক। তিনি বলেন, কিছু একটা আমাকে বিভ্রান্ত করেছিল। -বিবিসি
×