ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিল্পকলার নন্দন মঞ্চে বঙ্গবন্ধু উৎসব

প্রকাশিত: ১০:৫৯, ৩০ মার্চ ২০১৯

 শিল্পকলার নন্দন  মঞ্চে বঙ্গবন্ধু  উৎসব

স্টাফ রিপোর্টার ॥ গানের সুরে, কবিতার শিল্পিত উচ্চারণে মেলে ধরা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কীর্তিগাথা। আলোচনা ও স্মৃতিচারণেও উঠে আসে স্বাধীনতার মহান স্থপতির বর্ণাঢ্য জীবন ও কর্ম। সব মিলিয়ে আনন্দমুখর আয়োজন। শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু উৎসবের। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের জোট ‘বাঙালি সাংস্কৃতিক বন্ধন’ জাতির পিতা অনির্বাণ আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং আবহমান বাঙালী সংস্কৃতি তুলে এ উৎসবের আয়োজন করে। উৎসবে গানের পঙ্ক্তিতে, কবিতার স্পন্দিত চরণে উদযাপন করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক)। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনায় অংশ নেন নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক, কবি কাজী রোজী, নাট্যজন এসএম মহসিন প্রমুখ। আলোচনার ফাঁকে ফাঁকে পরিবেশিত হয় মুক্তিযুদ্ধের গান। পাশাপাশি পরিবেশিত হয় জনপ্রিয় নানা লোক ও আধুনিক গান। এ ছাড়াও ছিল কবিতার আবৃত্তি। দর্শকশ্রোতাদের গান গেয়ে মুগ্ধ করেন শিল্পী রফিকুল আলম, টুনটুন বাউল, লতিফ শাহ, আবু বকর সিদ্দিক, শাহনাজ বাবু, রীনা আমিন আর কবিতা আবৃত্তি করেন আসলাম সানী, আফরোজা কনা প্রমুখ।
×