ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘চ্যালেঞ্জার’ অনুষ্ঠানে পর্বতারোহী নিশাত মজুমদার

প্রকাশিত: ১২:০৬, ২৪ মার্চ ২০১৯

‘চ্যালেঞ্জার’ অনুষ্ঠানে পর্বতারোহী নিশাত মজুমদার

সংস্কৃতি ডেস্ক ॥ বর্তমানে বাংলাদেশের নারীরা সমাজের সর্বক্ষেত্রেই মেধা, মনন ও পরিশ্রমের মধ্য দিয়ে সফলতা অর্জন করছে এবং নিজেদেরকে পুরুষদের সমকক্ষ হিসেবে গড়ে তুলতে সক্ষম হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে নারীরা এখনও নির্যাতন-নিপীড়নের শিকার হলেও নারীর ক্ষমতায়ন জোর গতিতেই চলছে। আর নারীরাও নিজেদের সামর্থ্য প্রমাণের মধ্য দিয়ে সমাজে নিজেদের অবস্থানকে শক্তিশালী করছে। এমন সব নারীকে নিয়েই এটিএন বাংলার অনুষ্ঠান ‘চ্যালেঞ্জার’। অনুষ্ঠানের এবারের পর্বে হাজির হচ্ছেন প্রথম বাংলাদেশী মাউন্ট এভারেস্ট জয়ী নারী নিশাত মজুমদার। শ্রাবণী হালদারের গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌসী আহমেদ। কুইন রহমানের পরিচালনায় অনুষ্ঠানটি আগামী ৩১ মার্চ বিকেল সাড়ে ৫টায় এটিএন বাংলায় প্রচার হবে।
×