ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভয়ঙ্কর হামলার বর্ণনা দিয়েছেন খালেদ মাসুদ

প্রকাশিত: ০৯:৩৭, ১৬ মার্চ ২০১৯

 ভয়ঙ্কর হামলার বর্ণনা দিয়েছেন খালেদ মাসুদ

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রাইস্টচার্চের মসজিদ আল নূরে হামলার সময় সেখানে টিম বাসে করে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। তাদের সঙ্গে টিম বাসে ছিলেন নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের ম্যানেজার, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ঘটনার পরপরই তিনি দলের সবাই নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করেন। সে সময় তিনি ভয়ঙ্কর সেই হামলার বর্ণনাও দেন। হাগলি ওভাল মাঠের খুব কাছে আল নূর মসজিদে শুক্রবার নিউজিল্যান্ডের স্থানীয় সময় বেলা দেড়টার দিকে সন্ত্রাসী হামলা হয়। সেই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেরিতে পৌঁছার কারণে। এই হামলার ঘটনায় নিরাপদে থাকলেও আতঙ্ক বিরাজ করছে ক্রিকেটারদের মনে। শুক্রবার টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট ঘটনার ভীতিকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন। তিনি বলেন, ‘এই ধরনের দুর্ঘটনা আমরা কেউই আশাকরি না। কোন দেশেই এমন ঘটনা যেন না ঘটে। আমরা সত্যিকার অর্থেই খুব ভাগ্যবান। বাসে আমরা ১৬-১৭ জন ছিলাম। ঘটনাস্থল থেকে আমরা ৫০ গজের মতো দূরে ছিলাম। আমরা ভাগ্যবান। আর ৩-৪ মিনিট আগেই যদি আমরা আসতাম তাহলে হয়তো মসজিদের মধ্যে থাকতাম। তখন অনেক ভয়াবহ একটা ঘটনা ঘটে যেত। আমি শুকরিয়া আদায় করছি, আমরা খুব সৌভাগ্যবান বলেই বেঁচে গেছি।’ বাসে বসেই রক্তাক্ত মানুষদের মসজিদ থেকে বের হতে দেখেছেন ক্রিকেটাররা। তাদের মধ্যেই এক আহত মহিলা রক্তাক্ত অবস্থায় চিৎকার করে বাংলাদেশী ক্রিকেটারদের সতর্ক করেন। পাশের পার্ক দিয়ে পরবর্তীতে স্টেডিয়ামে প্রবেশ করেন তারা। টিম ম্যানেজার পাইলট বলেন, ‘আমার মনে হচ্ছিল আমরা মুভি দেখছিলাম। বাসের মধ্যে থেকে দেখছিলাম, রক্তাক্ত অবস্থায় অনেকে বেরিয়ে আসছে। বেশ কিছু মানুষ বেরিয়ে আসতে পেরেছে। প্রায় ৮/১০ মিনিট আমরা বাসের মধ্যেই ছিলাম। ওখানে সবাই মাথা নিচু করে ছিল। যদি কোন কারণে বাসে হামলা হয় আমরা যেন বেঁচে যেতে পারি। অবশ্য পরে বাস থেকে বেরিয়ে এসেছি। কেন না মনে হচ্ছিল সন্ত্রাসীরা বেরিয়ে এসে এলোপাতাড়ি গুলি করলে কেউই বাঁচব না।’
×