
স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় শহিদ মিনারে আগামী ২৭ ফেব্রুয়ারি’ বুধবার বিকাল ৪-৩০ টায় ভিশন থিয়েটারের ১১তম প্রযোজনা ‘প্রতিপক্ষ’ পথনাটকের উদ্বোধনী প্রদর্শনী হবে। অধ্যাপক মলয় ভৌমিকের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন শেখ ফিরোজ আহমদ বাবু। ‘প্রতিপক্ষ’ নাটকে অভিনয় করবেন শেখ শাফায়েতুর রহমান, কবীর লিটন, মোঃ খালেদ আশরাফ, আল মামুন সোহাগ, জান্নাতুল ফেরদৌস নিশিতা, ইহ্দিনাস সারা প্রিয়া, মোঃ আবুল বাশার, মোঃ আহসান হোসেন, মোঃ রাসেল আলম, মোঃ হৃদয় উল হক প্রমুখ। ‘প্রতিপক্ষ’ নাটকের কাহিনীতে দেখা যাবে গ্রামের গরিব ছেলে হাসু কাজের সন্ধানে শহরে যাচ্ছিল। পথে গ্রামের সীমানায় রেলস্টেশনের কাছে দুদল গ্রামবাসীর মধ্যে জবরদস্তি ও আধিপত্য বিস্তার নিয়ে মারপিট বাঁধে। এসময় চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হাতে নিরীহ হাসু গুলিবিদ্ধ হয়। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার বা নার্স তখন ছিল না। লোকজন ধরাধরি করে স্টেশনে সদ্য থামা লোকাল ট্রেনে হাসুকে তুলে দেয় শহরের উন্নত চিকিৎসার জন্য। এদিকে ট্রেন পরের স্টেশনে থামার আগেই ঘটনা প্যাঁচ খেয়ে যায়। বিভিন্ন প্রভাবশালী মহল যুক্ত হয়ে রাজনৈতিক ঘূর্ণাবর্ত তৈরি করে। হরতাল ডেকে ট্রেন আটকে দেয়া হয় অনির্দিষ্ট সময়ের জন্য। কেউ কেউ সভা আহ্বান করে মিছিলের প্রস্তুতি নেয়। হাসুর মা কেঁদেকেটে একে তাকে ধরে-স্টেশন মাস্টার দূর থেকে নিজস্ব লোক দিয়ে ডাক্তার ডেকে আনে। পুলিশও আসে। স্টেশন মাস্টার, পরিচ্ছন্নতা কর্মী, পিয়ন, ঘণ্টিবাদক, মদন ডাক্তার সবাই আপ্রাণ চেষ্টা করে। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে ডাক্তার হাসুর চিকিৎসা করতে পারে না। চিকিৎসা পেলে হাসু হয়তো বেঁচে যেতে পারতো। এদিকে গরু বেঁচে মায়ের অপারেশন করাতে টাকা নিয়ে যাওয়া একজন যাত্রীও আটকা পড়ে। তিনিও এরওর পা ধরাধরি করছিলেন- ট্রেন ছাড়তে বলার জন্য। সেই বয়স্ক যাত্রীর টাকাটাও ছিনতাই হয়। শেষ পর্যন্ত হাসু মারা যায়। সাধারণ যাত্রীরা অবশেষে দুর্বিষহ জিম্মিদশা থেকে মুক্তি পায়। এই ভোগান্তির বেদনাদায়ক চিত্রই এই নাটকের আখ্যান জুড়ে। তাই ডাক দিতে হয়েছে- ‘শুন হে মানুষ ভাই সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই’।
এদিকে দল সুত্রে জানা গেছে নতুন নাটক মঞ্চায়ন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। অনুষ্ঠানের উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ইনামুল হক, বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারী জেনারেল কামাল বায়েজিদ, নাট্যজন আকতারুজ্জামান, বাংলাদেশ পথনাটক পরিষদের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস ও সাংবাদিক মাহমুদ আল-ফয়সাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভিশন থিয়েটারের সভাপতি মোঃ হারুনূর রশীদ।