ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন নারীকে বেঁধে নির্যাতন ॥ ইউপি সদস্য দুদিনের রিমান্ডে

প্রকাশিত: ০৯:১০, ২০ ফেব্রুয়ারি ২০১৯

তিন নারীকে বেঁধে নির্যাতন ॥ ইউপি সদস্য দুদিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের বন্দরে তিন নারীকে যৌনকর্মী আখ্যা দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন মামলার প্রধান আসামি ইউপি সদস্য ইউসুফ হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাহমিদা আক্তার এই রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ হাবিবুর রহমান। জানা গেছে, গত শনিবার পাওনা টাকা চাওয়ায় যৌনকর্মী আখ্যা দিয়ে বন্দরের দক্ষিণ কলাবাগ এলাকায় ফাতেমা বেগম ও তার নিকট দুই আত্মীয় আসমা বেগম ও বানু বেগমকে মারধর করে গাছে সঙ্গে বেঁধে রাখে স্থানীয় প্রভাবশালী জীবন ও উম্মেহানীসহ কয়েকজন । এই ঘটনায় ইন্ধন দেন বন্দর ইউনিয়ন পরিষদের সদস্য ইউসুফ হোসেন। সোমবার নারী নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যসহ ১১ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ হাবিবুর রহমান জানান, ওই মামলায় ইউসুফ হোসেনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
×