ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

প্রকাশিত: ০৮:০২, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

কিশোরগঞ্জে ট্রাক্টর-সিএনজি  সংঘর্ষে নিহত ২,  আহত ২

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে মাটিভর্তি লরি ট্রাক্টরের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে রাজিব (২৪) মোক্তাদির মিয়া (৬০) নামে দুই সিএনজি যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এছাড়া সিএনজি চালক জাহিদ (২৫) ও মনিরুল (৩৩) নামে সিএনজির আরেক যাত্রী গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কিশোরগঞ্জ-চামটা সড়কের শহরতলীর সতাল আওলাদ মাড়াইকলের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাজিব জেলার মিঠামইনের ঢাকী চারিগ্রামের আব্দুল মান্নানের ছেলে ও মোক্তাদির একই গ্রামের মৃত কাছু মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহত জাহিদ করিমগঞ্জের নিয়ামতপুর মধ্যপাড়ার নূরুল ইসলামের ছেলে ও মনিরুল ইটনার জয়সিদ্ধি আলগাপাড়ার মৃত জিতু মিয়ার ছেলে। তাদের মুমূর্ষু অবস্থায় দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা জজকোর্টে একটি হত্যা মামলায় হাজিরা শেষে দুপুরে রাজিব, মোক্তাদির ও মনিরুল বাড়িতে যাওয়ার জন্য সিএনজি করে কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জের চামড়াবন্দর যাচ্ছিল। পথিমধ্যে শহরতলীর সতালে জেলা পরিষদ এলাকা অতিক্রমের পর আওলাদ মাড়াইকলের মোড় অতিক্রম করাকালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিভর্তি লরি ট্রাক্টরের সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজির সামনে চালকের দুই পাশে থাকা রাজিব ও মোক্তাদিরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় সিএনজি চালক জাহিদ ও সিএনজির আরেক যাত্রী মনিরুল গুরুতর আহত হয়। তাদের মুমূর্ষু অবস্থায় দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, দুর্ঘটনার পরপরই ট্রলি ট্রাক্টরটির চালক পালিয়ে যায়। তবে ট্রলি ট্রাক্টরটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
×