ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মহাজোটের দুই প্রার্থী ॥ নির্ভার বিএনপি

প্রকাশিত: ০৬:৫৮, ২৭ ডিসেম্বর ২০১৮

মহাজোটের দুই প্রার্থী ॥ নির্ভার বিএনপি

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ তিস্তা নদী বিধৌত নীলফামারী ১ (ডোমার-ডিমলা) আসনটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের উন্মুক্ত থাকায় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা পড়েছে বিপাকে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই হিসাব-নিকাশ পাল্টে যেতে শুরু করেছে। ফলে এই আসনে মহাজোটে একক প্রার্থী না থাকায় সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএনপি প্রার্থী। ফলে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। অনেকে মনে করেন মহাজোটে একক প্রার্থী না হলে এ আসনের ফল বিএনপির ঘরে যেতে পারে। আর মহাজোটে একক প্রার্থী হলে এ আসনটি মহাজোটের ঘরেই থাকবে। জাতীয় পার্টি ও আওয়ামী লীগ প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে পৃথকভাবে নির্বাচন করায় এ সমীকরণ অনেকটা ¯পষ্ট হয়ে উঠেছে। এদিকে বিএনপির প্রার্থী অনেকটা নির্ভারভাবে ভোটের প্রচার চালিয়ে যাচ্ছেন। ফলে ভোটের মাঠে অনেকটাই এগিয়ে আছে বিএনপির প্রার্থী খালেদার দুলাভাই রফিকুল ইসলাম। মহাজোটের একক প্রার্থী হলে ভোটের চিত্র পাল্টে যাবে। নৌকা প্রতীক নিয়ে বর্তমান এমপি আফতাব উদ্দিন সরকার ও লাঙ্গল প্রতীক নিয়ে এই আসনের সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী রয়েছেন। এখানে সর্বমোট আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। বিশেষ করে মহাজোটের আওয়ামী লীগ ও জাতীয় পাটির নিজ নিজ দলের নেতাকর্মীরা রয়েছে চাপের মধ্যে।
×