ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের টুইট

‘হোয়াইট হাউসে আমি একেবারে একা’

প্রকাশিত: ০৪:০২, ২৬ ডিসেম্বর ২০১৮

‘হোয়াইট হাউসে আমি একেবারে একা’

বড়দিনের ছুটিতে একরাশ ‘বিষণœ মেঘ’ বেরিয়ে এলো নানা উত্থান-পতন আর নাটকীয়তার ধারাবাহিকতা বজায় রাখা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দফতর ও বাসভবন হোয়াইট হাউস থেকে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থায়নকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের আংশিক অচলাবস্থার তৃতীয় দিনে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে একের পর এক হতাশা ঝেড়েছেন। খবর এনডিটিভির। এসব টুইটে তিনি বলেছেন, ‘ডেমোক্র্যাটরা ভ-। গণমাধ্যম মিথ্যা গল্প বানায়। বিদেশ নীতি নিয়ে ভুল করেন সিনেটররা, এমনকি প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসও।’ তুরস্কের সৌদি কনস্যুলেটের ভেতর সাংবাদিক জামাল খাশোগি খুনে মার্কিন সিনেট সর্বসম্মতিক্রমে ক্রাউন প্রিন্সকে দায়ী করার দুই সপ্তাহ পর এদিন এক টুইটে ট্রাম্প যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনের দায়িত্ব রিয়াদের হাতে সঁপে দেয়ার কথা জানিয়েছেন। ‘সৌদি আরবকে ধন্যবাদ,’ বলেছেন তিনি। বড়দিনের ছুটির আগে বন্ধ হওয়া মার্কিন শেয়ার বাজারের পরিস্থিতি ১৯৩১ সালের ডিসেম্বরের পর সবচেয়ে খারাপ হওয়ার জন্য ট্রাম্প ফেডারেল রিজার্ভ নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে দায় দিয়েছেন। এসব টুইটই তিনি করেছেন সোমবার দুপুরের আগে, মিথস্ক্রিয়া, সমালোচনা ও প্রশংসায় সিদ্ধহস্ত মার্কিন প্রেসিডেন্টের এ্যাকাউন্ট থেকে এরপর স্থানীয় সময় দুপুর ১২টা ৩২ মিনিটে আসে দিনের ১০ম টুইট, তাতেই জানান ‘একাকিত্বের’ কথা। লেখেন, হোয়াইট হাউসে একেবারেই একা (দুর্ভাগা) হয়ে খুবই প্রয়োজনীয় সীমান্ত সুরক্ষার বিষয়ে চুক্তি করতে ডেমোক্র্যাটদের ফিরে আসার অপেক্ষায় বসে আছি। সোমবার হোয়াইট হাউসে ‘কার্যত’ একাই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বড়দিনের ছুটিতে ক্যাপিটল হিলের বেশিরভাগ আইনপ্রণেতাই বাড়ি চলে গেছেন। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও ক্রিসমাসের ছুটি কাটাতে চলে গেছেন কয়েক মাইল দূরের নাভাল অবজারভেটরির বাসভবনে। ফ্লোরিডার মার-আ-লগো থেকে অবশ্য সোমবারই ওয়াশিংটন ডিসিতে ফিরে এসেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তবে ট্রাম্পের টুইটে মূলত নিজ দলের সিনেটরদের সঙ্গে দূরত্বের পাশাপাশি আসছে বছরের দুশ্চিন্তাগুলোই ফুটে উঠেছে। জানুয়ারিতে হাউস অব রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব ফিরে পেলে ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের দুর্নীতি ও প্রেসিডেন্টের ব্যক্তিগত খরচের দিকে নজর দেয়ার হুমকি দিয়ে রেখেছে। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়ে রিপাবলিকান পার্টি ও মিত্র দেশগুলোর সঙ্গেও দূরত্ব বেড়েছে মার্কিন প্রেসিডেন্টের। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকদের বিরুদ্ধে কথার তুবড়ি ছোটানো এ মার্কিন প্রেসিডেন্ট সোমবার এমন এক সময়ে একের পর এক ক্ষোভ আর হতাশা উগরে দিয়েছেন, যখন বেশিরভাগ মার্কিনীই পরিবারের সঙ্গে বড়দিনের উৎসবে ব্যস্ত। সমালোচকরা বলছেন, ট্রাম্পের এসব টুইট এমন একজন জনবিচ্ছিন্ন নেতার চিত্র সামনে হাজির করছে যার ‘গভীর জখমের শুশ্রƒষা’ প্রয়োজন। এটি একটি হারিয়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত আত্মার ছবি।
×