ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সান্তাহারে ট্রেন লাইনচ্যুত ॥ ৯ ঘণ্টা চলাচল বন্ধ

প্রকাশিত: ০৬:৪৬, ২৫ ডিসেম্বর ২০১৮

সান্তাহারে ট্রেন লাইনচ্যুত ॥ ৯ ঘণ্টা চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৪ ডিসেম্বর ॥ সোমবার ভোরে সান্তাহার জংশনের বাগবগিতে মেইন লাইনে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সারাদেশের সঙ্গে নয় ঘণ্টা সকল ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে ট্রেনের সামনের ছয় বগি নিয়ে ট্রেনটি গন্তব্যস্থল চিলাহাটি পৌঁছে। জানা গেছে, ভোর সাড়ে পাঁচটায় খুলনা থেকে আসা ট্রেনটি সান্তাহার জংশন স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাবার পরই সান্তাহার রেলওয়ে লেভেল ক্রসিংয়ের ৫৮নং পয়েন্টে ট্রেনটির ৭নং বগির একটি চাকা লাইনচ্যুত হয়। কিন্তু চালক ও পরিচালক ঘটনা বুঝতে না পেরে ট্রেনটি চালিয়ে যেতে থাকেন। এ অবস্থায় প্রায় তিন কিলোমিটার দূরে বাগবাড়ি নামক স্থানে ট্রেনটির ওই বগির তিনটি চাকা লাইনচ্যুত হয়ে হেলে পড়ে যাবার উপক্রম হলে যাত্রীরা চিৎকার শুরু করে। পরে ট্রেনচালক ও পরিচালককে অবহিত করলে সেখানেই ট্রেনটি থামিয়ে দেয়া হয়। পড়ে লাইনচ্যুত বগির সামনে থাকা ছয় বগি নিয়ে ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে, রেললাইন রক্ষণাবেক্ষণ দফতর সান্তাহার রেলওয়ে পিওয়ে দফতর থেকে দাবি করা হয়েছে অদক্ষ চালক ট্রেনটি ওভার রান (নির্ধারিত গতির অতিরিক্ত) করার কারণে স্টেশনের প্রথম (৫৮নং) ক্রসিং পয়েন্টেই ট্রেনের ওই বগির একটি চাকা এবং পরে তিন চাকা লাইনচ্যুত হয়।
×