ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনা-৪ আসনে শফী আহমেদকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০২:৫৪, ২৮ নভেম্বর ২০১৮

নেত্রকোনা-৪ আসনে শফী আহমেদকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনে আওয়ামী লীগ থেকে শফী আহমেদকে মনোনয়ন দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন নির্বাচনী এলাকার তৃণমূল নেতাকর্মীরা। বুধবার সকালে নেত্রকোনা পৌরসভার সামনের সড়কে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এদিকে বুধবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শফী আহমেদের মনোনয়নপত্র দাখিল করেন তার সমর্থকরা। সকাল সাড়ে ১১টায় মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি উপজেলার দলীয় নেতাকর্মীরা সমবেত হয়ে প্রথমে বিশাল মানববন্ধন করেন। পরে তারা পৌরসভার সামনে রাস্তায় শুয়ে ও বসে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় পুলিশ চারপাশ থেকে তাদের ঘিরে রাখে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন: মদনের আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, খালিয়াজুরির আওয়ামী লীগ নেতা মুল্লুক চান, ছাত্রলীগ নেতা রবিউল আওয়াল শাওন, স্বাগত সরকার শুভ, আহসান উল্লাহ শামীম, মোহনগঞ্জের যুবলীগ নেতা ইজাজুল হক রয়েল, মনজুরুল হক প্রমুখ। বক্তারা আসনটি ধরে রাখার জন্য বর্তমান এমপি রেবেকা মমিনের পরিবর্তে ৯০ এর গণ আন্দোলনের অন্যতম নেতা ও কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক শফী আহমেদকে মনোনয়ন দেয়ার দাবি জানান। নির্বাচনী এলাকার কয়েক শ’ নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন। বিকেলে শফী আহমেদের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র দাখিল করেন। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়নপত্র দাখিল করা হয়।
×