ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাশকতার পরিকল্পনা

গোপন বৈঠক থেকে শিবিরের ছয় নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ০৫:২৪, ২১ নভেম্বর ২০১৮

 গোপন বৈঠক থেকে শিবিরের ছয় নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে ইসলামী ছাত্র শিবিরের ৬ নেতা-কর্মীকে জিহাদী বইসহ মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশে নাশকতা পরিকল্পনার গোপন বৈঠক থেকে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ঝালকাঠি জেলার সম্বলকাঠি গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল করিম (২১), পিরোজপুরের মঠবাড়ীয়া থানার সাকারীকাঠি গ্রামের নুরু মিয়ার ছেলে তাওহীদ হাসান (২৪), টাঙ্গাইলের গোপালপুর থানার রায়েরমাকুল্লাহ গ্রামের শের আলী খানের ছেলে হাবিবুর রহমান সুমন (১৯), একই জেলার মধুপুর থানার জলছত্র গ্রামের মৃত শাহজাহানের ছেলে জুয়েল রানা (২০), চাঁদপুরের হাজীগঞ্জ থানার রাজার গাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে রিয়াজ হোসেন (১৯) ও কুড়িগ্রামের রাজীবপুর থানার নামাপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মহিদুল ইসলাম (২৩)। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশে নাশকতার পরিকল্পনা করার জন্য স্থানীয় আল-বারাকা একাডেমিতে জামায়েত-শিবিরের কিছু নেতাকর্মী একত্রিত হয়ে গোপনে বৈঠক করছে। সংবাদ পেয়ে পুলিশ ওই একাডেমিতে অভিযান চালায়। পুলিশ এসময় কিছু জিহাদী বইসহ ওই ৬ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে একজন শিবিরের সাথী ও একজন সদস্য, অন্যরা শিবিরের সক্রিয় কর্মী। তারা জামায়াত শিবিরের সিনিয়র নেতাদের নির্দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য নাশকতার উদ্দেশ্যেই ওই বৈঠক মিলিত হয়েছিল পুলিশকে জানিয়েছে। এ ঘটনায় নাশকতা পরিকল্পনা করার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মঙ্গলবার থানায় মামলা দায়ের করা হয়েছে।
×