ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাফ অনুর্ধ-১৫ ফুটবল

আজ নেপাল যাচ্ছে কিশোররা

প্রকাশিত: ০৭:১৬, ২৩ অক্টোবর ২০১৮

আজ নেপাল যাচ্ছে কিশোররা

স্পোর্টস রিপোর্টার ॥ সাফ অনুর্ধ-১৫ পুরুষ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ নেপালের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এই আসরে বাংলাদেশ এর আগে একবার চ্যাম্পিয়ন হলেও এবার সেমির লক্ষ্য নিয়ে খেলবে! সোমবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এমনই জানা গেছে। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে মালদ্বীপ ও স্বাগতিক নেপালের বিপক্ষে। ‘বি’ গ্রুপে খেলবে ভুটান, পাকিস্তান ও ভারত। বাংলাদেশ দলের কোচের দায়িত্বে আছেন সাবেক জাতীয় ফুটবলার মোস্তফা আনোয়ার পারভেজ। তিনি বলেন, আমরা গ্রুপ পর্বে দুই ম্যাচ খেলব। আমাদের প্রাথমিক লক্ষ্য মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করা। এরপর ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। পারভেজ আরও বলেন, টুর্নামেন্ট সামনে রেখে আমরা অনেকদিন ধরে প্রস্তুতি নিচ্ছি। আটটি প্রস্তুতি ম্যাচ খেলা হয়েছে। আশা করি ভাল কিছুই হবে।
×