ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাগুরায় ঝুঁকিপূর্ণ পৌর মার্কেট ভেঙ্গে ফেলা হচ্ছে

প্রকাশিত: ০৪:৪২, ২৯ সেপ্টেম্বর ২০১৮

  মাগুরায় ঝুঁকিপূর্ণ পৌর মার্কেট ভেঙ্গে ফেলা হচ্ছে

সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা ॥ মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত পৌরসভার মালিকানাধীন ঝুঁকিপূর্ণ তিনতলা বিশিষ্ট পৌর মার্কেট ভেঙ্গে ফেলা শুরু হয়েছে। সম্প্রতি এটি ভাঙ্গার কাজ শুরু হয়। ভাঙ্গার পর এখানে নতুন মার্কেট ভবন নির্মাণ করা হবে। নির্মাণ ত্রুটি, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে মার্কেটটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল । জানা গেছে, মাগুরা শহরের চৌরঙ্গী এলাকায় ১৯৯৪ সালে তিনতলা মার্কেট ভবনটি নির্মাণ করেন মাগুরা পৌরসভা। এসব ভবনে এক ও দ্বিতীয় তলায় শতাধিক ব্যবসায়ী দোকান বরাদ্দ নিয়ে ব্যবসা করে আসছিলেন। তৃতীয় তলা ভাড়া নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন তাদের অফিস স্থাপন করেছে। নির্মাণ ত্রুটি, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে দুই দশক যেতে না যেতেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনের মূল আরসিসি কলাম, ছাদ ও সিড়ির বিভিন্ন স্থানে ব্যাপক ফাঁটল দেখা দেয়। ছাদসহ অধিকাংশ জায়গা থেকে বালু, খোয়া ভেঙ্গে পড়তে থাকে। জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করছিলেন। এ অবস্থা চলতে ভবন ধসে শত-শত মানুষের প্রাণহানির ঘটনা ঘটবে এই আশঙ্কায় পৌরসভা ঝুঁকিপূর্ণ নোটিস দিয়ে সাইন বোর্ড টানিয়ে দিয়েছিলেন। ব্যবসায়ীরা মালামাল সরিয়ে নেয়ার পর শুক্রবার সকাল থেকে ভাঙ্গার কাজ শুরু হয়েছে। এখানে নতুন মার্কেট ভবন নির্মাণ করা হবে। মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল বলেন, দায়ীদের বিরুদ্ধে মামলা করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। জেলা প্রশাসক মোঃ আতিকুর রহমান বলেন, নির্মাণ ত্রুটি, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে দুই দশক যেতে না যেতেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এই মার্কেট ভেঙ্গে ফেলতে হচ্ছে।
×