ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দাবি

প্রকাশিত: ০৭:০২, ৯ আগস্ট ২০১৮

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র পরিষদ। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে রাজশাহী মহানগর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও রাজশাহী বিশ^বিদ্যালয় শাখা আদিবাসী ছাত্র পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তরা বলেন, আদিবাসীরা নিজেদের পরিচয়ে থাকতে চায়। আমাদের নিজস্ব ঐতিহ্য ও বৈশিষ্ট্য রয়েছে। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি হওয়ার বিশ বছর পেরিয়ে গেলেও এ চুক্তির ভাল কোন ফলাফল আমরা ভোগ করতে পারিনি। প্রতিদিনই পাহাড়ে ধর্ষণের মতো ঘটনা ঘটছে। এর বিচার আমরা পাচ্ছি না। মুক্তিযুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধু এই রকম সোনার বাংলা গড়তে চাননি। আমরা চাইব আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী আর না বলা হোক। বিশ^বিদ্যালয়ের আদিবাসী পরিষদের বিশ^বিদ্যালয় শাখার সভাপতি রত্রিশ টপ্যর সভপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয় আদিবাসী পরিষদের দফতর সম্পাদক সুভাষ চন্দ্র, আদিবাসী ছাত্র পরিষদের সাবেক সভাপতি বিভূতিভূষণ মাহাতো, কেন্দ্রীয় কমিটির সভাপতি নুকুল পাহান প্রমুখ।
×