ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটে এক কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ

প্রকাশিত: ১৮:৩৯, ৩০ জুলাই ২০১৮

সিলেটে এক কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ

অনলাইন ডেস্ক ॥ সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টাকালে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে আটকের নাম ঠিকানা জানা যায়নি। এদিকে নগরীর ৫নং ওয়ার্ডে এক কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা খাসদবীর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে আধা ঘন্টা ভোটগ্রহণ বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১০টার দিকে একদল যুবক কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনতাই করার চেষ্টা করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজনকে আটক করে নিয়ে যায়। অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ৫নং ওয়ার্ডে এক কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা জোরপূর্বক জালভোট দেওয়ার চেষ্টা করলে বিশৃঙ্খলা দেখা দেয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ ১২০টি সিল মারা ব্যালট বাক্সে ভরা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। নির্বাচন কমিশনের বক্তব্য, অভিযোগের প্রেক্ষিতে গণনা করে দেখা হচ্ছে। দ্রুত বিষয়টি সমাধান করে ভোটগ্রহণ চালু করা হবে।
×