ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অঘটনের বিশ্বকাপ!

প্রকাশিত: ০৬:০২, ৮ জুলাই ২০১৮

অঘটনের বিশ্বকাপ!

জিএম মোস্তফা ॥ প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক পূর্ব ইউরোপ। ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টের প্রথম আসরেই গোটা ফুটবল দুনিয়াকে অবাক করে দিয়েছে রাশিয়া। ২০১৮ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে জার্মানি, যা ৮০ বছরের ইতিহাসেই প্রথম ঘটনা। শেষ ষোলোতেও একের পর এক অঘটনের জন্ম দিয়েছে রাশিয়া বিশ্বকাপ। ইউরো-বিশ্বকাপ-ইউরোজয়ী স্পেনের পর টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসির আর্জেন্টিনা আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। নাটকীয়তা দেখেছে রাশিয়া বিশ্বকাপের শেষ আটও। ফ্রান্স-বেলজিয়ামের কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় ডুবেছে উরুগুয়ে-ব্রাজিলও! শুধু তাই নয়, লাতিন আমেরিকার সব দল বিদায় নেয়ার কারণে বিশ্বকাপ এখন পরিণত হয়েছে ইউরো কাপে! শুক্রবার টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ফ্রান্সের কাছে ২-০ গোলে হার মানে উরুগুয়ে। আর তাতেই রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় ফরাসীদের। ফুটবল বিশেষজ্ঞদের মতে, ১৯৯৮ বিশ্বকাপের পর আবারও একটি সোনালি প্রজন্ম পেয়েছে ফ্রান্স। রাশিয়া বিশ্বকাপে খেলছেও দোর্দ-প্রতাপে। টুর্নামেন্টের শুরু থেকেই অসাধারণ খেলা উরুগুয়ের বিপক্ষে এদিন দুই অর্ধে ফ্রান্সের হয়ে গোল করেছেন মাদ্রিদের দুই খেলোয়াড়। ৪০ মিনিটে রিয়াল মাদ্রিদের রাফায়েল ভারানে প্রথম গোল করে ফরাসী সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ফ্রান্সের জার্সিতে দ্বিতীয় গোলটি করেন এ্যাটলেটিকো মাদ্রিদের এ্যান্টনি গ্রিজম্যান। ইনজুরির কারণে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে খেলার সুযোগ পায়নি পর্তুগালের বিপক্ষে জোড়া গোল করা এডিনসন কাভানি। সেই সুযোগটা বেশ ভালভাবেই কাজে লাগিয়েছে দেশমের শিষ্যরা। কাভানির শূন্যতায় ম্যাচের শুরু থেকেই ভুগতে থাকা উরুগুয়ে একটিই সুযোগ পেয়েছিল। ডিফেন্ডার মার্টিন কাসেরেসের হেডটি জালে জড়িয়ে গেলেই সমতায় ফিরতে পারত উরুগুয়ে। বলটি ঠিক গন্তব্যেই যাচ্ছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে বলটা ঠেকিয়ে দেন হুগো লরিস। তাতেই যেন কপাল পুড়ল উরুগুয়ের। ইতিহাসের প্রথম দল হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা ও উরুগুয়ে দুই দলকেই হারাল ফ্রান্স। উরুগুয়ের পর রাশিয়া বিশ্বকাপে অঘটনের শিকার হয়েছে ব্রাজিলও। এবারের আসরে টানা তিন ম্যাচ জয়ের পর কোয়ার্টার ফাইনালে হেরে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কাজানে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপের শেষ আট থেকেই বিদায় নিয়েছে তিতের দল। সেইসঙ্গে টানা চতুর্থবারের মতো ইউরোপের কোন দলের কাছে হেরে বিশ্বকাপের শেষ চার থেকে ছিটকে পড়ল সেলেসাওরা। ২০০২ বিশ্বকাপে সর্বশেষ শিরোপা উঁচিয়ে ধরেছিল ব্রাজিল। সেবার জার্মানিকে কাঁদিয়ে স্বপ্নের শিরোপা জয়ের স্বাদ পায় সেলেসাওরা। এরপর থেকেই যেন ব্রাজিলের দুঃখ হয়ে দাঁড়ায় ইউরোপের দলগুলো। ২০০৬ বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরেছিল ব্রাজিল। এরপর ২০১০ বিশ্বকাপে হল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা। পরের বছর নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে জার্মানির কাছে লজ্জাজনকভাবে হেরে বিশ্বকাপ-যাত্রা থেমে যায় শৈল্পিক ফুটবলের দেশ ব্রাজিলের। তবে ২০১৮ বিশ্বকাপে ফেবারিটের তকমাটা গায়ে মেখেই রাশিয়ার বিমান ধরেছিল তিতের দল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোর টিকেট কেটেছিল নেইমার-কুতিনহোরা। দ্বিতীয় রাউন্ডেও মেক্সিকোকে পরাজিত করে শিরোপা জয়ের আশা জাগিয়েছিল ব্রাজিল। কিন্তু বেলজিয়ামের কাছে পরাজিত হয়ে রাশিয়া বিশ্বকাপের শেষ আট থেকেই বিদায় নেয় পেলে-রোনাল্ডোর উত্তরসূরিরা। ব্রাজিলের বিদায়ের পর নতুন এক ইতিহাস রচনা করল রাশিয়া বিশ্বকাপ। সেমিফাইনালের আগেই ফুটবলের সবচেয়ে বড় আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা এবং জার্মানি। বিশ্বকাপের সুদীর্ঘ ইতিহাসে এবারই প্রথম সেমিফাইনালে খেলছে না ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা জার্মানির কেউ! ১৯৩০ সাল থেকে শুরু হয়েছিল বিশ্বকাপ। এরপর থেকে টুর্নামেন্টের সব আসরের সেমিফাইনালেই খেলেছে জার্মানি, আর্জেন্টিনা অথবা ব্রাজিল। কিন্তু এবারই প্রথম টুর্নামেন্টের শেষ চারে এই তিন দলের কাউকেই পাচ্ছে না রাশিয়া বিশ্বকাপ।
×