ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশাল সিটিতে আওয়ামীলীগের প্রার্থী সাদিক আব্দুল্লাহ

প্রকাশিত: ০০:৪৭, ২৮ জুন ২০১৮

বরিশাল সিটিতে আওয়ামীলীগের প্রার্থী সাদিক আব্দুল্লাহ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সিটি কর্পোরেশন নির্বাচনে বরিশালে আওয়ামীলীগ ঐক্যবদ্ধ ও সু-সংগঠিত। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক নৌকা আমার হাতে তুলে দিয়েছেন। যে কারণে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বৃহস্পতিবার দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মহানগর আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা শেষে সাদিক আব্দুল্লাহ সাংবাদিকদের কাছে আরও বলেন, উন্নয়নের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা তুলে দিয়েছেন। আশা রাখি নগরবাসী নৌকা প্রতীককে বিজয়ী করে সম্মান রাখবেন।বরিশালে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতজন বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান জানান, গত ৩১ মে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ছিলো বৃহস্পতিবার (২৮ জুন)। মনোনয়নপত্র বাছাই হবে ১ ও ২ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৯ জুলাই। ১০ জুলাই দেয়া হবে প্রতীক বরাদ্দ। ভোটগ্রহণ করা হবে আগামী ৩০ জুলাই। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে এবার ২ লাখ ৪১ হাজার ৯৫৯ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৩৩২ জন এবং নারী ভোটার ১ লাখ ২০ হাজার ৬২৭ জন।
×