ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

প্রকাশিত: ০৭:৫৫, ২৩ মে ২০১৮

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

গুরুতর অর্থনৈতিক দুরবস্থার কারণে সৃষ্ট খাদ্য সঙ্কটের মধ্যে অনুষ্ঠিত ভেনিজুয়েলার নির্বাচনে মাত্র ৪৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে বিবিসি। ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রধান বিরোধীদলীয় প্রার্থী হেনরি ফালকন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন। এ কারণে আরও ছয় বছরের জন্য ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। ভেনিজুয়েলার এই প্রেসিডেন্ট নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভেনিজুয়েলার জাতীয় সাংবিধানিক পরিষদ আগাম নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়। ‘আমরা এই নির্বাচনকে বৈধ বলে স্বীকার করছি না, ভেনিজুয়েলায় নতুন নির্বাচন দিতে হবে,’ বলেছেন তিনি। ৯০ শতাংশ ভোট গণনার পর নির্বাচন কাউন্সিলের প্রধান তিবিসে লুসেনা জানান, মাদুরো ৬৭ দশমিক সাত শতাংশ ভোট পেয়েছেন এবং ফালকন পেয়েছেন ২১ দশমিক দুই শতাংশ ভোট। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের এই ফলাফল মেনে নেয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সূত্র : ইন্টারনেট
×