ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্ব একাদশের হয়ে খেলবেন না সাকিব

প্রকাশিত: ০৬:২৮, ১৭ মে ২০১৮

বিশ্ব একাদশের হয়ে খেলবেন না সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ বহুল আলোচিত চ্যারিটি টি২০ ম্যাচে খেলছেন না সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বুধবার এ খবর জানিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) সুযোগ পেয়ে আলোচনায় উঠে আসা নেপালী তরুণ স্পিনার সন্দীপ লামিচানকে বিশ্ব একাদশে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও তিনি সাকিবের বিকল্প নন। তবে সাকিব না থাকলেও খেলবেন আরেক বাংলাদেশী তারকা তামিম ইকবাল। ৩১ মে ক্রিকেট মক্কা লর্ডসে চ্যারিটি টি২০ ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও বিশ্ব একাদশ। গত বছরের সেপ্টেম্বরে হারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে ল-ভ- হয়ে যায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দুটি স্টেডিয়াম। মূলত ওই স্টেডিয়াম দুটির সংস্কারে তহবিল গঠনের লক্ষ্যে এই ম্যাচ আয়োজন করছে আইসিসি। ম্যাচটিকে এরই মধ্যে আন্তর্জাতিক টি২০’র মর্যাদাও (স্ট্যাটাস) দেয়া হয়েছে। বিশ্ব একাদশের হয়ে এ ম্যাচটি খেলার কথা ছিল সাকিবের। কিন্তু আইসিসি জানিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের নাম প্রত্যাহার করেছেন সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার। আইসিসি তাদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করে দলে অতিরিক্ত হিসেবে তরুণ নেপালী স্পিনার সন্দীপ লামিচানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে আইপিএল নিয়ে ব্যস্ত সাকিব। আইপিএল শেষে দেশে ফিরে ফের ভারতে যাবেন আফগানিস্তনের সঙ্গে বাংলাদেশের হয়ে টি২০ সিরিজ খেলতে। ইংল্যান্ডের ইয়ন মরগানকে অধিনায়ক করে ঘোষিত বিশ্ব একাদশে বাংলাদেশের দু’জনসহ ছিলেন পাকিস্তান, নিউজিল্যান্ড ও ভারত থেকে দু’জন করে ক্রিকেটার। এছাড়া ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও আফগানিস্তান থেকে একজন করে। সাকিব সরে দাঁড়ানোয় আপাতত বাংলাদেশ থেকে সংখ্যাটা একজনে নেমে এলো। শুধু তামিম থাকলেন। এদিকে আইসিসি বিশ্ব একাদশে ১৭ বছর বয়সী নেপালী টিনএজ স্পিনার সন্দীপ লামিচানকে যোগ করার কথাও জানিয়ে দিয়েছে। নেপালী এই রিস্ট স্পিনার দুর্দান্ত পারফরর্ম করে চলেছেন। আইপিএলের মতো আসরে প্রথম নেপালী হিসেবে জায়গা করে নিয়ে বিশ্বব্যাপী আলোচনায় উঠে এসেছেন তিনি। তবে সাকিব আল হাসানের বিকল্প দ্রুতই ঘোষণা করা হবে বলেও জানিয়েছে আইসিসি। বিশ্ব একাদশ ॥ ইয়ন মরগান (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), মিচেল ম্যাকক্লেনাঘান, হারদিক পা-িয়া, থিসারা পেরেরা, রশীদ খান, লুক রনকি, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, সন্দীপ লামিচান ও তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজ দল ॥ কার্লোস ব্রেথওয়েট (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, আন্দ্রে রাসেল, আন্দ্রে ফ্লেচার, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), রায়াদ এমরিট, এ্যাশলে নার্স, কেমো পল, স্যামুয়েল বদ্রি ও কেশরিক উইলিয়ামস।
×