ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ্যাটলেটিকো-মার্শেই ফাইনাল আজ

প্রকাশিত: ০৬:৩৮, ১৬ মে ২০১৮

এ্যাটলেটিকো-মার্শেই ফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা ইউরোপা লীগ ফুটবলের ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে স্পেনের এ্যাটলেটিকো মাদ্রিদ ও ফ্রান্সের অলিম্পিক মার্শেই। ৩ মে সেমিফাইনালের দ্বিতীয় লেগে স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ১-০ গোলে হারে আর্সেনাল। আগের লেগে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছিল আর্সেন ওয়েঙ্গারের দল। ফলে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে জিতে ফাইনালে উঠেছে এ্যাটলেটিকো। অন্যদিকে সালজবার্গে অনুষ্ঠিত আরেক সেমির ফিরতি লেগে ২-১ গোলে হেরেও ফাইনালের টিকেট পেয়েছে ফ্রান্সের মার্শেই। কেননা প্রথম লেগে ২-০ ব্যবধানে জয়ী হওয়ায় দুই লেগ মিলিয়ে সালজবার্গকে ৩-২ গোলে পেছনে ফেলেছে ফরাসী ক্লাবটি। ফিরতি লেগে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ২-০ গোলে জিতেছিল অস্ট্রিয়ার ক্লাব সালজবার্গ। যে কারণে দুই লেগ মিলিয়ে সমতা বিরাজ করে। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। এই সময়ে রোলান্ডো ১১৬ মিনিটে মহামূল্যবান গোল করে মার্শেইকে ফাইনালের টিকেট পাইয়ে দেন। এর মাধ্যমে ২০০৪ সালের পর প্রথম কোন ফরাসী ক্লাব হিসেবে ইউরোপা লীগের ফাইনালে উঠেছে মার্শেই।
×