ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্যাটেলাইট উৎক্ষেপণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

প্রকাশিত: ০৫:২৯, ১৪ মে ২০১৮

স্যাটেলাইট উৎক্ষেপণে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

বিশেষ প্রতিনিধি ॥ দেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমুদ্র বিজয়ের পর মহাকাশ বিজয়ের এই বিরল কৃতিত্ব অর্জনে বিকেলে ধানম-ির ঐতিহাসিক ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। জাতির পিতার প্রতিকৃতির বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে প্রধানমন্ত্রী এই বাঙালী জাতিরাষ্ট্রের মহান স্থপতির প্রতি সম্মান জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে প্রধানমন্ত্রী দলের সিনিয়র নেতা-কর্মীদের নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের পক্ষে জাতির পিতার প্রতিকৃতির বেদিতে আরেকটি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিম-লীর সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুন. ড. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, কেন্দ্রীয় নেতা মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডাঃ দিপু মনি, আবদুর রহমান, আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, অসীম কুমার উকিল, মৃণাল কান্তি দাস. ড. আবদুস সোবহান গোলাপ. আফজাল হোসেন, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন প্রমুখ ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মুহাম্মদ সাঈদ খোকন উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর মধ্যে যুব লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগসহ নানা সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
×