ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রমনা কালী মন্দিরে মহানামযজ্ঞের সমাপ্তি আজ

প্রকাশিত: ০৬:০৯, ৮ মে ২০১৮

রমনা কালী মন্দিরে মহানামযজ্ঞের সমাপ্তি আজ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শ্রী শ্রী রমনা কালী মন্দিরে এক মে থেকে ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু হয়েছে। সকাল থেকে রাত অবধি প্রতিদিন রয়েছে নানা আয়োজন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকটি দল এতে অংশ নেয়। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। মন্দিরের সভাপতি উৎপল সাহা ও সাধারণ সম্পাদক সজীব বিশ্বাসের পরিচালনায় উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুকুল বোস এমপি। মঙ্গলবার সকাল থেকে লীলা কীর্তনের মাধ্যমে মহানামযজ্ঞের সমাপ্তি হবে। কীর্তন উপলক্ষে ঐতিহ্যবাহী মন্দিরে প্রতিদিন হাজারো ভক্তের সমাগম ঘটে।
×