ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিরোধপূর্ণ চীনা সাগরে আবারও মার্কিন যুদ্ধবিমানের টহল

প্রকাশিত: ২০:১৪, ২৯ এপ্রিল ২০১৮

বিরোধপূর্ণ চীনা সাগরে আবারও মার্কিন যুদ্ধবিমানের টহল

অনলাইন ডেস্ক ॥ বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়ে আবারও বিরোধপূর্ণ পূর্ব চীন সাগরে টহল দিয়েছে মার্কিন যুদ্ধবিমান। এ সময় যুক্তরাষ্ট্র বি-৫২ বোমারু বিমান ও এফ-১৫ যুদ্ধবিমান ব্যবহার করেছে। তবে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় বিমান বাহিনী ঘাঁটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন বিমান বাহিনীর এক নিয়মিত অনুশীলনে এ বিমানগুলো ওড়ানো হয়েছে। এর আগে বিরোধপূর্ণ এলাকায় মার্কিন বিমান বাহিনীর টহলে চীনের যুদ্ধবিমানকে বাধা দেওয়ার ঘটনা ঘটলেও এবার তেমন কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এর আগে গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের পক্ষ থেকে দক্ষিণ চীন সাগরে একটি যুদ্ধজাহাজসহ নিয়মিত টহল দেয়ার ঘোষণা দেওয়া হয়। আর চীন একে তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে বর্ণনা করে। এদিকে পরমাণু অস্ত্রমুক্ত করার পাশাপাশি ক্রমশই কাছে আসছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। আশঙ্কা করা হচ্ছে, এতদিনের ঘনিষ্ঠ মিত্র থেকে দূরে সরে গিয়ে দীর্ঘদিনের শত্রু দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের সাথে হাত মেলাতে পারেন কিম।
×