ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরে আড়াই হাজার শিক্ষার্থীর মাদকবিরোধী শপথ

প্রকাশিত: ২২:৩৫, ২৫ এপ্রিল ২০১৮

নাটোরে আড়াই হাজার শিক্ষার্থীর মাদকবিরোধী শপথ

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার প্রতিরোধে নাটোরে আড়াই হাজার শিক্ষার্থী মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করেছেন। 'জীবনকে ভালবাসুন, মাদক থেকে দুরে থাকুন' এই প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার সকালে নাটোরে স্থানীয় কানাইখালী মাঠে মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধ ও প্রচার প্রতিরোধে মাদক বিরোধী সমাবেশে শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ। জেলা প্রশাসন ও মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। সীমান্ত এলাকায় কারখানা বন্ধ না হলে মাদক নিমূল করা সম্ভব নয়। এছাড়া রাজনৈতিক প্রশয়ে মাদকের অপব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এজন্য সকলকে সচেতন হওয়ার কোন বিকল্প নেই।
×