ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টিভিতে বসে খেলা দেখবেন না নেইমার!

প্রকাশিত: ০৭:০৫, ১৯ এপ্রিল ২০১৮

টিভিতে বসে খেলা দেখবেন না নেইমার!

স্পোর্টস রিপোর্টার ॥ স্বপ্নের বিশ্বকাপ শুরুর আর মাত্র ৫৬ দিন বাকি। কতটুকু সুস্থ এখন নেইমার? সঠিক সময়ের মধ্যে ফিরতে কী পারবেন ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলার? এইসব প্রশ্নের উত্তর জানতে মুখিয়ে রয়েছেন ব্রাজিলিয়ান সমর্থকরা। নেইমারের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) অভিজ্ঞ কোচ উনাই এমেরি অবশ্য প্রিয় তারকার সুস্থ হয়ে ফেরার সম্ভাব্য দিনক্ষণ জানিয়েছিলেন। কিন্তু তাতেও যেন মন ভরছিল না ভক্ত-অনুরাগীদের। অবশেষে মঙ্গলবার সাও পাওলোর এক সংবাদ সম্মেলনে নেইমার নিজের মুখেই তার ফেরার সম্ভাব্য দিনক্ষণ জানালেন। তবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত তার মাঠে ফেরার কোন আশা নেই বলে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। পায়ের অস্ত্রোপচারের পর আগামী ১৭ মে সর্বশেষ মেডিক্যাল পরীক্ষা করা হবে তার। সেই পরীক্ষার পরই তার মাঠে ফেরার সুস্পষ্ট দিন জানা যাবে বলে জানিয়েছেন সাবেক বার্সিলোনা এবং সান্তোসের এই তারকা ফরোয়ার্ড। এ প্রসঙ্গে পিএসজির ব্রাজিলিয়ান তারকা নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এখন পর্যন্ত ঐ তারিখটি নির্ধারিত রয়েছে। ওই দিনই শেষ পরীক্ষা করা হবে। আশা করছি ওইদিনই আমি খেলার ছাড়পত্র পাব। এরপর দেখা যাক কি হয়। সবকিছুই পায়ের উন্নতির ওপর নির্ভর করছে।’ ইতোমধ্যেই ফ্রেঞ্চ লীগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধার করেছে নেইমারবিহীন পিএসজি। তাও আবার বর্তমান চ্যাম্পিয়ন মোনাকোকে হারিয়েই। আগামী ১৯ মে লীগের শেষ ম্যাচে কায়েনের মুখোমুখি হবে উনাই এমেরির দল। সেই ম্যাচে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারের মাঠে ফেরার আশা করা হচ্ছে। যদিও এখন সকলের দৃষ্টি ব্রাজিলের হয়ে বিশ্বকাপের দলে নেইমারের ফিরে আসা। আগামী ১৭ জুন রোস্তভে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্বপ্নের এই বিশ্বকাপে খেলার জন্য মুখিয়ে রয়েছেন নেইমারও। তাই তো তিনি বলেন, ‘আশা করছি টেলিভিশনে আমাকে বিশ্বকাপ দেখতে হবে না। এখনও আমার সামনে প্রস্তুতির যথেষ্ট সময় রয়েছে। আশা করছি ঐ সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারব। ইতোমধ্যেই আমি আগের তুলনায় অনেক ভাল অনুভব করছি।’ গত ২৫ ফেব্রুয়ারি লীগ ওয়ানে মার্সেইর বিপক্ষে ম্যাচে ডান পায়ে আঘাত পেয়েছিলেন নেইমার। এরপরই দেশে ফিরে আসেন তিনি। সফল অস্ত্রোপচারের পর বর্তমানে বিশ্রামে রয়েছেন ২৬ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। গত ৩ মার্চ তার পায়ে সফল অস্ত্রোপচার করেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রড্রিগো লাসমার। তখনই বলা হয়েছিল পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কমপক্ষে আড়াই থেকে তিন মাস সময় লাগবে। তার অনুপস্থিতিতে ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদের কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ১৬ থেকে বিদায় নিয়েছে পিএসজি। গত গ্রীষ্মকালীন দলবদলে নতুন রেকর্ড গড়েছিল পিএসজি। গোটা ফুটবল দুনিয়াকে চমকে দিয়েই নেইমার-এমবাপেদের দলে ভেড়ায় তারা। বস্তার বস্তা টাকা খরচ করার পেছনে মূলত দুটি প্রধান উদ্দেশ্য ছিল তাদের। যারা একটিতে ইতোমধ্যেই সফল হয়েছে উনাই এমেরির দল। লীগ ওয়ানের শিরোপা নিশ্চিত করার পর পিএসজির লক্ষ্য এখন ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরা। সেই লক্ষ্য পূরণে নতুন মৌসুমেও চেষ্টা করবে পিএসজি। যে কারণে মৌসুম শেষ হতে না হতেই নতুন লক্ষ্য ঠিক করে ফেলেছে উনাই এমেরির দল। হ্যাঁ, আসন্ন দলবদলেও চমকে দিতে প্রস্তুত লীগ ওয়ানের চ্যাম্পিয়নরা। গত মৌসুমে স্প্যানিশ ক্লাব বার্সিলোনার নেইমারকে কিনে আনা পিএসজির নজর এবার রিয়াল মাদ্রিদে। নেইমারেরই স্বদেশী ক্যাসেমিরোকে কেনার পরিকল্পনা করছে পিএসজি। যার রিলিজ ক্লজ ২০০ মিলিয়ন ইউরো। যদিওবা পিএসজির জন্য অর্থের হিসেবটা সামনে আনা খুব জরুরী নয়। কেননা তাদের কাছে টাকাটা মোটেও বড় কিছু নয়। ২৬ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরোকে ভাবা হচ্ছে বর্তমান রিয়াল মাদ্রিদের মূল ভিত্তি। সাম্প্রতিক সময়ে তার পারফর্মেন্স মুগ্ধ করেছে ইউরোপিয়ান ফুটবলের প্রায় সব শীর্ষ ক্লাবকেই। এই সময়ে পিএসজির কর্তৃপক্ষেরও নজর কেড়েছেন তিনি। বিশেষ করে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর এ্যান্তেরো হেনরিক যেন অন্ধভক্ত ক্যাসেমিরোর।
×