ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৌদিতে সাইক্লিং রেসে নারী

প্রকাশিত: ০৫:১১, ১৬ এপ্রিল ২০১৮

সৌদিতে সাইক্লিং রেসে নারী

সৌদি আরবে এই প্রথম একদল নারী দশ কিলোমিটার রাস্তায় সাইক্লিং রেস প্রতিযোগিতায় অংশ নেন। দেশটির রক্ষণশীল সমাজে রাস্তায় নারীদের সাইকেল চালানোর এই প্রতিযোগিতা হওয়ার পর তা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। সৌদি আরবের জেদ্দা শহরে এই সাইক্লিং রেস প্রতিযোগিতায় ৪৭ জন নারী অংশ নেন। এই ৪৭ জন নারীই জেদ্দা শহরে নির্ধারিত পুরো দশ কিলোমিটার রাস্তা সাইক্লিং করেছেন। বি এ্যাকটিভ নামের একটি সংগঠন জেদ্দার স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে যৌথভাবে নারীদের এই সাইক্লিং রেসের আয়োজন করে। আয়োজক সংগঠনের কর্মকর্তা নাদিমা আবু আল এনিম স্থানীয় সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেন, সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে প্রথমবারের এই আয়োজনে এত সংখ্যক নারী অংশ নিয়েছেন, যেটা তাদের আশ্চর্য করেছে।-বিবিসি অবলম্বনে।
×