ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে সুমনের এইচএসসি পরীক্ষা দেয়া হলো না

প্রকাশিত: ০৬:২৫, ৩ এপ্রিল ২০১৮

পার্বতীপুরে সুমনের এইচএসসি পরীক্ষা দেয়া হলো না

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ২ এপ্রিল ॥ এইচএসসি পরীক্ষার্থী সুমন হত্যাকা-ের ১০দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। বেঁচে থাকলে নিহত সুমন সোমবার এইচএসসি পরীক্ষা দিত। তার পুরো নাম শাহাদত জামান ওরফে সুমন। পিতা মৃত মতিয়ার রহমান। উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বড় চন্ডিপুর চৈতাপাড়ায় বাড়ি । সূত্রমতে গত ২২ মার্চ সকালে উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের দেবীডুবা বিলের কচুরিপানার ভেতরে বস্তাবন্দী লাশ ভেসে উঠে। পুলিশ গলিত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার পরনের জিন্সের প্যান্ট, পিছনের ডান পকেটের মানিব্যাগে তার মা, জেঠা ও এক মহিলার ছবি পাওয়া যায়। এসব দেখে তার স্বজনরা লাশ শনাক্ত করে। সোমবার সকালে সরেজমিনে গিয়ে জানা গেছে একমাস পূর্বে বাড়ি থেকে বের হয়ে সুমন নিখোঁজ হয়। সম্ভাব্য ঠিকানায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলেনি। সুমন পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজে অধ্যয়নের পাশাপাশি মাঝেমধ্যে ঢকায় গিয়ে রংয়ের কাজ করত। পরিবারে মা , এক ভাই ও এক বোন রয়েছে। তার পিতা অটোবাইক চালাত। ব্যাটারি চার্জ দিতে গিয়ে ২০১৬ সালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যায়।
×