ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উপনির্বাচনে চসিক কাউন্সিলর নির্বাচিত হলেন জাহাঙ্গীর

প্রকাশিত: ০৪:২৮, ৩১ মার্চ ২০১৮

উপনির্বাচনে চসিক  কাউন্সিলর  নির্বাচিত  হলেন  জাহাঙ্গীর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) গোসাইলডাঙ্গা ওয়ার্ড উপনির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী। নিকটতম প্রতিদ্বন্দ্ব মোরশেদ আলীকে মাত্র ৯ ভোটে হারিয়ে তিনি নির্বাচিত হন। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষিত হয়। চসিক গোসাইলডাঙ্গা ওয়ার্ডে মোট ভোটার ৩৩ হাজার ৫৪৪। এরমধ্যে উপনির্বাচনে ভোট পড়েছে ৩৪ দশমিক ০৩ শতাংশ। শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী পেয়েছেন ২ হাজার ৮৬৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোরশেদ আলী পান ২ হাজার ৮৫৫ ভোট। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ নির্বাচন সম্পন্ন হয়। উল্লেখ্য, গত বছরের ১৮ ডিসেম্বর থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোসাইলডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুল হক। এরপর ৩১ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় ওই ওয়ার্ডের কাউন্সিলর পদ শূন্য ঘোষণা করে।
×