ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধী কৃষক আক্কাস এখন অনন্য মডেল

প্রকাশিত: ০৬:৫৯, ১০ মার্চ ২০১৮

প্রতিবন্ধী কৃষক আক্কাস  এখন অনন্য  মডেল

মাত্র ৭ মাস বয়সে আক্কাস যখন পঙ্গুত্ব বরণ করে, তখন শুধু পরিবার নয় আশপাশের সবাই তাকে নিয়ে পড়েছিলেন চরম দুশ্চিন্তায়। তারপর থেকে একরকম বোঝা হয়েই বড় হয়েছে সে। কিন্তু এখন বাস্তবতা ঠিক তার উল্টো। নিজের যোগ্যতা দিয়ে আক্কাস বুঝিয়েছে সাধারণ মানুষের মতোই তার রয়েছে কর্মশক্তি, যার বুনিয়াদে কৃষি কাজে এখন সে এতটাই সফল যা আর দশটা সাধারণ মানুষের চেয়ে অনেকাংশে বেশি। এ কারণে আক্কাস এখন মাগুরায় অনেকের কাছে রোল মডেল। আক্কাসের বাড়ি মাগুরা সদর উপজেলার নালিয়াডাঙ্গি গ্রামে। এই গ্রামেরই হতদরিদ্র আওয়াল খানের ছেলে সে। নিজেদের কোন জমি না থাকা সত্ত্বেও অন্যের জমি ইজারা নিয়ে গত কয়েক বছরে ৫ বিঘা জমিতে আক্কাস গড়েছেন কুমড়া, পেঁয়াজসহ বিভিন্ন আদর্শ কৃষি ক্ষেত। যেখান থেকে প্রতি মৌসুমে মুনাফা আসছে লক্ষাধিক টাকা। আক্কাসের নিজস্ব ক্ষেতে গিয়ে দেখা গেছে দু’টি পা পঙ্গু হওয়া সত্ত্বেও আক্কাস সাবলীলভাবে কাজ করছে তার খামারে। দুটি ক্রাসে ভর করেও কৃষি কাজে দক্ষতার প্রমাণ রেখে চলেছে সে। এ কাজে মাঝেমধ্যে তার বাবা তাকে সহযোগিতা করে। আক্কাসের দাবি, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তার সফলতার মাধ্যমে সেটাই প্রমাণ করার চেষ্টা করেছে সে। তবে আধুনিক কিছু কৃষি যন্ত্র পেলে তার কাজ আরও সহজ হতো। আক্কাসের বাবা আয়নাল মোল্যা জানান, ‘মাত্র ৭ বছর বয়সে আক্কাস যখন পঙ্গু হয়ে যায় তারা খুব চিন্তায় পড়েছিলেন। তখন মনে হতো আক্কাস কী করে খাবে। এখন আক্কাসই বরং তাদের খাওয়া-পরার দায়িত্ব পালন করে আসছে’। কৃষি বিভাগ জানিয়েছে, তারা আক্কাসকে সব সময় পরামর্শ দিয়ে আসছে। তবে কিছু আধুনিক যন্ত্রপাতি সরকারীভাবে পেলে আক্কাসের পক্ষে সুবিধা হতো। এ বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। - সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা থেকে
×