ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন চায় নরওয়ে ও সুইডেন

প্রকাশিত: ০৮:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন চায় নরওয়ে ও সুইডেন

স্টাফ রিপোর্টার ॥ সব দলের অংশগ্রহণের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন চায় ঢাকায় নিযুক্ত নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূত। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করে তারা মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন। মঙ্গলবার দুপুরে তারা প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাত করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন বলেন, ‘নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। এসময় সুইডেনের রাষ্ট্রদূত চারলোটা স্কালাইটার বলেন, আগামী নির্বাচন নিয়ে আমাদের প্রত্যাশা রয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান হতে পারে সেই বিষয়ে কথা হয়েছে।
×