ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের উন্নয়নে সহায়তা দিচ্ছে দক্ষিণ কোরিয়া

প্রকাশিত: ০৪:৩০, ৩০ জানুয়ারি ২০১৮

চট্টগ্রামের উন্নয়নে সহায়তা দিচ্ছে দক্ষিণ কোরিয়া

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রেল ব্রিজ, রাস্তা নির্মাণ ও ১৬০ উপজেলায় আইসিটি প্রশিক্ষণে বড় অঙ্কের ঋণ সহযোগিতা দিচ্ছে দক্ষিণ কোরিয়া। এজন্য আগামী তিন বছরে ৫০ কোটি মার্কিন ডলার দেবে দেশটি। স্থানীয় মুদ্রায় (প্রতি ডলার ৮০ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ৪ হাজার কোটি টাকা। দেশটির সহযোগিতা সংস্থা ইকনোমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড (ইডিসিএফ)-এর মাধ্যমে এ সহায়তা পাবে বাংলাদেশ। সহজ শর্তের এ ঋণের জন্য সোমবার একটি কাঠামোগত ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আযম এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এহেন সেয়ং ডো। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের জানানো হয়, ২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে এ সহায়তা দেবে কোরিয়া। সহায়তার পরিমাণ আগের তিন বছরের তুলনায় বেড়েছে। ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটি সহায়তা দিয়েছিল ৩৫ কোটি মার্কিন ডলার। কোরিয়ার নতুন সহায়তা প্রধানত কর্ণফুলী নদীতে রেল ব্রিজ এবং রাস্তা নির্মাণ এবং ১৬০টি উপজেলায় আইসিটি প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র স্থাপন দ্বিতীয় পর্যায় প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে। তবে এর পরও আরও বেশ কয়েকটি প্রকল্প নির্ধারিত রয়েছে। প্রয়োজনে সেগুলোতেও কিছু অর্থ ব্যয় করা হবে। চুক্তি শেষে কাজী শফিকুল আযম বলেন, কোরিয়া বাংলাদেশের বিশ^স্ত ও নির্ভরশীল বন্ধু। কোরিয়া স্বল্পোন্নত দেশ থেকে দ্রুত উন্নত দেশে পরিণত হয়েছে। এটি আমাদের জন্য উদাহরণ। আমাদের জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের উপরে হচ্ছে। এ হার আরও বাড়াতে হবে।
×